Image description

ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ টুর্নামেন্টের মিশ্র দ্বৈতে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। শুক্রবার (১৯ ডিসেম্বর) শহীদ তাজউদ্দীন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে ভারতকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছেন স্বাগতিক শাটলার আল আমিন জুমার ও ঊর্মি আক্তার জুটি।

ভারতের স্বস্তিক মাথারাসান ও কীর্তি মাঞ্চালা জুটির বিপক্ষে বাংলাদেশের এই জয়টি সহজ ছিল না। তিন সেটের শ্বাসরুদ্ধকর লড়াই শেষে ২১-১৬, ১৯-২১ ও ২১-১৮ পয়েন্টের ব্যবধানে জয় ছিনিয়ে নেন জুমার-ঊর্মি।

ম্যাচের প্রথম সেটে ২১-১৬ পয়েন্টে জিতে দাপুটে শুরু করেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ায় ভারতীয় জুটি। এক পর্যায়ে জুমাররা এগিয়ে থাকলেও শেষ মুহূর্তের লড়াইয়ে ১৯-২১ ব্যবধানে সেটটি হাতছাড়া হয় স্বাগতিকদের। ফলে তৃতীয় ও শেষ সেটটি হয়ে দাঁড়ায় ভাগ্য নির্ধারণী। জয়-পরাজয়ের এই স্নায়ুযুদ্ধে সমানে সমান লড়ে শেষ পর্যন্ত ২১-১৮ পয়েন্টে জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন জুমার ও ঊর্মি।

টানা ম্যাচ খেলার ধকল থাকলেও জয়ের পর উচ্ছ্বসিত আল আমিন জুমার। তিনি বলেন, “টানা খেলার চাপে কিছুটা ক্লান্তি থাকলেও জয়ের আনন্দ সব ভুলিয়ে দিয়েছে। গতকাল দ্বৈতের কোয়ার্টার ফাইনালে উঠেছি, আজ সকালে মিশ্র দ্বৈতের সেমিফাইনালে পা রাখলাম। বিকেলে ফাইনালে ওঠার লড়াইয়ে নামতে হবে। আমরা জয়ের এই ধারা বজায় রাখতে চাই।”

দীর্ঘদিনের সঙ্গী ঊর্মি আক্তার বলেন, “জুমারের সঙ্গে আমি ছয়-সাত বছর ধরে জুটি বেঁধে খেলছি, তাই আমাদের মধ্যে বোঝাপড়াটা খুব চমৎকার। এর আগেও আমরা আন্তর্জাতিক পর্যায়ে পদক জিতেছি। ঘরের মাঠে এখন সেমিফাইনালে উঠলাম, লক্ষ্য এবার চ্যাম্পিয়ন হওয়া।”
আজ বিকেলেই ফাইনালে ওঠার লড়াইয়ে কোর্টে নামবে বাংলাদেশের এই সফল জুটি।