Image description

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে টুর্নামেন্ট শুরু করলেও এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনাল থেকেই বিদায় নিল বাংলাদেশ। আজ শুক্রবার দুবাইয়ে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে পাকিস্তানের কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে জুনিয়র টাইগাররা। ১২২ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৬.৩ ওভারেই জয় নিশ্চিত করে ফাইনালে পা রাখে পাকিস্তান।

দুবাইয়ে বৃষ্টির বাগড়া আর ভেজা আউটফিল্ডের কারণে ম্যাচ শুরু হতে দীর্ঘ বিলম্ব হয়। ফলে নির্ধারিত ৫০ ওভারের ম্যাচ কমিয়ে ২৭ ওভারে নামিয়ে আনা হয়। টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ। দলীয় ২৪ রানেই দুই ওপেনার রিফাত বেগ ও জাওয়াদ আবরার বিদায় নেন। অধিনায়ক আজিজুল হাকিম তামিম চেষ্টা করলেও ২০ রানের বেশি করতে পারেননি।

মিডল অর্ডারের ব্যাটাররা আসা-যাওয়ার মিছিলে যোগ দিলে চরম বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। একপ্রান্ত আগলে রেখে সামিউন বশির ৩৩ বলে ৩৭ রান করে অপরাজিত থাকলেও অন্য ব্যাটারদের ব্যর্থতায় ২৭তম ওভারের তৃতীয় বলে ১২১ রানেই অলআউট হয়ে যায় বর্তমান চ্যাম্পিয়নরা। পাকিস্তানের আব্দুল সুবহান ৪টি ও হুজাইফা আহসান ২টি উইকেট নেন।

১২২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান প্রথম ওভারেই এক উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়লেও দ্বিতীয় ওভার থেকেই পাল্টা আক্রমণ শুরু করে। দ্বিতীয় উইকেটে সামির মিনহাস ও উসমান খান ৮৫ রানের বিধ্বংসী জুটি গড়ে দলের জয় সহজ করে দেন। উসমান খান ২৭ রান করে আউট হলেও সামির মিনহাস ৫৭ বলে ৬৯ রানের হার না মানা ঝড়ো ইনিংস খেলে ৬৫ বল হাতে রেখেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

এই হারের ফলে শিরোপা ধরে রাখার স্বপ্নভঙ্গ হলো বাংলাদেশের, অন্যদিকে দাপুটে জয়ে আসরের ফাইনালে নাম লেখালো পাকিস্তান।