Image description

দীর্ঘ ১৭ বছরের বেশি সময় লন্ডনে নির্বাসিত থাকার পর আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (১৯ ডিসেম্বর) তিনি ট্রাভেল পাস হাতে পেয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে তারেক রহমানের মেয়ে জাইমা জারনাজ রহমান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে এই তথ্য নিশ্চিত করেছেন। জাইমা লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, বাবা আজ কিছুক্ষণ আগে ট্রাভেল ডকুমেন্ট হাতে পেয়েছেন।’

দলীয় সূত্র জানিয়েছে, আগামী ২৫ ডিসেম্বর বুধবার দুপুর পৌনে ১২টায় তারেক রহমানকে বহনকারী ফ্লাইটটি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। তার এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বিএনপি।

তারেক রহমানের আগমন উপলক্ষে নিরাপত্তা নিশ্চিত করা ও আনুষঙ্গিক আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছে বিএনপির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। প্রতিনিধিদলে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ আলা পাভেল এবং প্রধান নিরাপত্তা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. শামসুল ইসলাম। তারা বিমানবন্দরের প্রটোকল, শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন।

বিএনপি সূত্র আরও জানিয়েছে, বিমানবন্দর থেকে বের হওয়ার পর রাজধানীর ৩০০ ফিট (পূর্বাচল রোড) এলাকায় তারেক রহমানকে বিশাল গণসংবর্ধনা দেওয়া হবে। এই কর্মসূচি সফল করতে ঢাকা ও পার্শ্ববর্তী জেলাগুলোর নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন।

২০০৭ সালের পর দীর্ঘ সময় প্রবাসে রাজনৈতিক আশ্রয়ে থাকার পর তারেক রহমানের দেশে ফেরার এই সংবাদে দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। বর্তমানে দলটির পক্ষ থেকে দেশজুড়ে তাঁর আগমনের বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে।