অনিবার্য কারণে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সকল অনুষ্ঠান ও প্রদর্শনী অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানিয়েছে একাডেমি কর্তৃপক্ষ।
শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক দীপক কুমার গোস্বামী স্থগিতের বিষয়টি নিশ্চিত করে জানান, অনিবার্য পরিস্থিতির কারণে একাডেমির সব ধরনের প্রদর্শনী ও কার্যক্রম আপাতত বন্ধ রাখা হয়েছে।
এই সিদ্ধান্তের ফলে গতকাল শুক্রবার সন্ধ্যায় জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার মিলনায়তনে নাট্যদল ‘অবলোকন’-এর নতুন নাটক ‘গন্ধসূত্র’-এর দ্বিতীয় প্রদর্শনী বাতিল করা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় নাটকটির উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছিল।
নাটকটির নির্দেশক কাজী তৌফিকুল ইসলাম ইমন বলেন, ‘দেশের অরাজক পরিস্থিতির কারণে আজকে শিল্পকলা একাডেমি বন্ধ রাখা হয়েছে। এ জন্য আমাদের প্রদর্শনী বাতিল করতে হয়েছে।’
এদিকে শুক্রবার সকালে ‘অবলোকন’ তাদের ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে দুঃখ প্রকাশ করে জানায়, দেশের অরাজক পরিস্থিতিতে ১৯ ডিসেম্বর শুক্রবার ‘গন্ধসুত্র’ নাটকের আজকের প্রদর্শনী বন্ধ রাখতে বাধ্য হচ্ছি। যারা অগ্রিম টিকিট নিয়েছেন, তাদের সঙ্গে যোগাযোগ করে টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে।’




Comments