Image description

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামীকাল রোববার (২১ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে। কলা ও মানবিকী অনুষদ, আইন অনুষদ এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটভুক্ত ‘সি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে এবারের ভর্তি যুদ্ধের আনুষ্ঠানিকতা শুরু হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, এবারের ভর্তি পরীক্ষায় ১ হাজার ৮৪২টি আসনের বিপরীতে মোট আবেদন জমা পড়েছে ২ লাখ ১৯ হাজার ৩৯৯টি। সেই হিসাবে প্রতিটি আসনের বিপরীতে গড়ে ১১৯ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেবেন। আজ শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সদস্যসচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা এসব তথ্য নিশ্চিত করেছেন।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষা মোট সাতটি ইউনিটের অধীনে অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা ১৫ মিনিট পর্যন্ত বিভিন্ন পালায় (শিফট) ক্যাম্পাসেই পরীক্ষা চলবে। ছাত্র ও ছাত্রীদের জন্য আলাদা আলাদা শিফটে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

পরীক্ষার সময়সূচি অনুযায়ী, রোববার প্রথম দিন মোট ছয়টি পালায় ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথম তিন পালায় ছাত্রীরা এবং পরের তিন পালায় ছাত্ররা পরীক্ষায় অংশ নেবেন। পরদিন সোমবার (২২ ডিসেম্বর) সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের পরীক্ষা হবে তিন পালায়। এর মধ্যে প্রথম দুই পালায় ছাত্রীরা এবং শেষ পালায় ছাত্ররা পরীক্ষা দেবেন। একই দিন বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষা ছাত্র ও ছাত্রীদের জন্য আলাদাভাবে মোট দুটি পালায় অনুষ্ঠিত হবে।

এরপর মঙ্গলবার (২৩ ডিসেম্বর) নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগভুক্ত ‘সি-১’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই দিনে জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের পরীক্ষা শুরু হবে। মঙ্গলবার চার পালায় শুধুমাত্র ছাত্রদের ‘ডি’ ইউনিটের পরীক্ষা হবে এবং পরদিন বুধবার (২৪ ডিসেম্বর) চার পালায় ছাত্রীদের ‘ডি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বড়দিনের ছুটির পর আগামী ২৮ ডিসেম্বর ‘আইবিএ-জেইউ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে একটি পালায়। একই দিনে বাকি পাঁচটি পালায় এবং পরদিন ২৯ ডিসেম্বর গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ ও ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজিভুক্ত ‘এ’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে এবারের ভর্তি পরীক্ষা সম্পন্ন হবে।

সার্বিক প্রস্তুতি বিষয়ে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সদস্যসচিব সৈয়দ মোহাম্মদ আলী রেজা বলেন, “পূর্বঘোষিত সূচি অনুযায়ী আগামীকাল রোববার থেকে ভর্তি পরীক্ষা শুরু করার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ভর্তি পরীক্ষাসংক্রান্ত যাবতীয় নির্দেশনা ও তথ্য বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। আমরা আশা করছি, একটি উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে শিক্ষার্থীরা এবারের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।”

নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানানো হয়েছে।