Image description

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে আজ সোমবার (২২ ডিসেম্বর) বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। এদিন বিকেল ৩টার দিকে ঢাকার শাহবাগে অবস্থিত শহীদ হাদি চত্বর থেকে শহীদ মিনার পর্যন্ত এ কর্মসূচি পালন করা হবে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।

রবিবার (২১ ডিসেম্বর) রাত ১১টার দিকে ইনকিলাব মঞ্চের ভেরিফায়েড ফেসবুক পেজে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়। 

এর কিছুক্ষণ পর রাত ১১টা ১৮ মিনিটে দেওয়া আরেকটি স্ট্যাটাসে সংগঠনটি জানায়—‘খুনিকে দ্রুত জীবিত গ্রেপ্তার চাই, বন্দুকযুদ্ধের কোনো নাটক দেখতে চাই না।’

প্রসঙ্গত, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। গত ১২ ডিসেম্বর দুপুরে পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে মোটরসাইকেলে থাকা অবস্থায় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়।

এ ঘটনায় ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের পল্টন থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। ওসমান হাদির মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হয়।