পদ্মা নদীতে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে আসায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) সকাল সোয়া ৬টা থেকে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসি সূত্র জানায়, মঙ্গলবার মধ্যরাত থেকেই এই নৌরুটে কুয়াশা পড়তে শুরু করে। ভোররাতের দিকে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে নৌপথ অস্পষ্ট হয়ে পড়ে। এতে নৌ-দুর্ঘটনার ঝুঁকি তৈরি হওয়ায় সকাল সোয়া ৬টায় কর্তৃপক্ষ ফেরি চলাচল পুরোপুরি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।
ফেরি চলাচল বন্ধ হওয়ায় দুই প্রান্তে ফেরি আটকে পড়েছে যাত্রীবাহী বাস, ট্রাক। এতে কনকনে শীতে আটকা পড়া যানবাহনের চালক, যাত্রী ও শ্রমিকরা চরম ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে শিশু ও বয়স্ক যাত্রীদের দুর্ভোগ এখন চরমে।
বিআইডব্লিওটিসি সূত্র জানিয়েছে, কুয়াশার তীব্রতা বেড়ে গেলে দুর্ঘটনা এরাতে সকাল সোয়া ছয়টায় ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।কুয়াশার তীব্রতা কমে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে।




Comments