Image description

দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফিরে মা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে পৌঁছেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর ৩০০ ফিট এলাকায় বিশাল গণসংবর্ধনা শেষে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এভারকেয়ার হাসপাতালে পৌঁছান তিনি।

লাল-সবুজ রঙের একটি গাড়িতে চড়ে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে হাসপাতালে প্রবেশ করেন তারেক রহমান। গাড়ি থেকে নামার পর দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে তিনি হাসপাতালের ভেতরে যান। তবে ভেতরে প্রবেশের আগে সীমানাপ্রাচীরের ফাঁক দিয়ে অপেক্ষমাণ উচ্ছ্বসিত নেতাকর্মীদের সঙ্গে হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।

এর আগে বিকেল সাড়ে ৪টার পর সংবর্ধনাস্থল থেকে এভারকেয়ারের উদ্দেশে রওনা হয় তারেক রহমানের গাড়িবহর। পুরো রাস্তায় হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ দাঁড়িয়ে তাকে অভ্যর্থনা জানান। গাড়ির সামনের অংশে দাঁড়িয়ে হাত নেড়ে তাদের ভালোবাসার জবাব দেন তিনি।

এদিকে তারেক রহমান পৌঁছানোর আগেই বিকেল ৫টা ১০ মিনিটের দিকে এভারকেয়ার হাসপাতালে পৌঁছান তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। বিমানবন্দর থেকে প্রথমে গুলশানের বাসায় গেলেও পরে বিকেলের দিকে শাশুড়ি ও দাদিকে দেখতে হাসপাতালে যান তারা।

উল্লেখ্য, বৃহস্পতিবার বেলা পৌনে ১২টায় তারেক রহমানকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর তিনি সরাসরি ৩০০ ফিট এলাকার সংবর্ধনা মঞ্চে যোগ দেন এবং সংক্ষিপ্ত বক্তব্য শেষে মায়ের কাছে ছুটে যান।