আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদের ওপর গণভোট বিষয়ে জনসচেতনতা বাড়াতে দেশজুড়ে প্রচারণা চালাচ্ছে ‘ভোটের গাড়ি’। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে গত ২২ ডিসেম্বর থেকে দেশের বিভিন্ন প্রান্তে ঘুরছে সুসজ্জিত এসব গাড়ি।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজ (চিফ অ্যাডভাইজার জিওভি) থেকে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, নির্বাচনের আগ পর্যন্ত এই প্রচারণা কার্যক্রম চলবে। এসব গাড়িতে বড় পর্দার মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক তথ্য ও প্রামাণ্যচিত্র, গণভোট ও সংসদ নির্বাচন সংক্রান্ত ভিডিও এবং প্রধান উপদেষ্টার বিশেষ বার্তা প্রচার করা হচ্ছে। দেশের প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষ আগ্রহ নিয়ে এসব বার্তা শুনছেন ও দেখছেন।




Comments