Image description

মাঠে গড়ানোর আগেই বিতর্কের জালে জড়িয়ে পড়েছে বিপিএলের দ্বাদশ আসর। বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনের মাঝপথে বল সংকটের জেরে মাঠ ছেড়ে চলে যান নোয়াখালী এক্সপ্রেসের দুই কোচ খালেদ মাহমুদ সুজন ও তালহা জুবায়ের। ফ্র্যাঞ্চাইজিটির এমন আচরণকে চরম ‘অপেশাদার’ হিসেবে আখ্যা দিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ও বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু।

সিলেটে আজ নোয়াখালী এক্সপ্রেসের ক্রিকেটাররা অনুশীলনে নামলেও হঠাৎ দেখা যায় প্রধান কোচ সুজন ও সহকারী কোচ তালহা ক্ষুব্ধ অবস্থায় সিএনজি নিয়ে স্টেডিয়াম ত্যাগ করছেন। জানা গেছে, অনুশীলনের জন্য পর্যাপ্ত বল না থাকায় এই পরিস্থিতির সৃষ্টি হয়। এ প্রসঙ্গে ইফতেখার রহমান মিঠু বলেন, “এটি চরম অপেশাদারি আচরণ। মাত্র ১০টি বলের জন্য অনুশীলন ছেড়ে চলে যাওয়ার মানে হয় না। তারা চাইলে অন্য দল থেকে বল ধার নিতে পারত বা আমাদের বলত। এমন তুচ্ছ কারণে কোচদের মাঠ ছেড়ে যাওয়া অনাকাঙ্ক্ষিত।”

এবার বিপিএল শুরুর আগে প্রথাগত অধিনায়কদের ফটোসেশন বা সংবাদ সম্মেলন—কোনো কিছুই হয়নি। চট্টগ্রাম রয়্যালসের মালিকও শেষ মুহূর্তে সরে দাঁড়িয়েছেন। এত অগোছালো আয়োজনের বিষয়ে প্রশ্ন করা হলে মিঠু বলেন, “অক্টোবরের মাঝামাঝি সময়ে আমরা দায়িত্ব পেয়েছি। এত অল্প সময়ে নতুন করে দল গঠন এবং সব আয়োজন গুছিয়ে নেওয়া সত্যিই কঠিন ছিল। আগের চুক্তিগুলো শেষ হয়ে যাওয়ায় সবকিছু নতুন করে শুরু করতে হয়েছে। এই সংকীর্ণ সময়ে টুর্নামেন্ট করাটা চ্যালেঞ্জিং ছিল।”

বিতর্কের মাঝেই ইতিবাচক খবর হলো, অধিকাংশ দল ক্রিকেটারদের অগ্রিম পারিশ্রমিক পরিশোধ করেছে। মিঠু জানান, নোয়াখালী এক্সপ্রেস, রাজশাহী ও ঢাকা ২৫ শতাংশ এবং রংপুর রাইডার্স ৫০ শতাংশ পারিশ্রমিক পরিশোধ করেছে। অন্যদিকে, মালিকানা হারানো চট্টগ্রাম রয়্যালসের দায়িত্ব এখন বিসিবির কাঁধে। হাবিবুল বাশার সুমনকে টিম ডিরেক্টর, মিজানুর রহমান বাবুলকে কোচ এবং নাফিস ইকবালকে ম্যানেজার করে দলটি পরিচালনা করছে বোর্ড।

সিলেট পর্ব দিয়ে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২৩ জানুয়ারি মিরপুরে। এবারের আসরটি বেশ কিছু বড় নাম ছাড়াই মাঠে গড়াচ্ছে। সাকিব আল হাসান ও তামিম ইকবালের মতো তারকাদের দেখা যাবে না এবার। নেই গত আসরের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও সফলতম দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সও। তবে দল না পেলেও ১ কোটি ১০ লাখ টাকায় নাঈম শেখ এবং ৯২ লাখ টাকায় তাওহীদ হৃদয়ের মতো তরুণরা চড়া দামে দল পেয়েছেন।

বিপিএল শেষ হওয়ার পরপরই ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে এই টুর্নামেন্টটি বাংলাদেশের ক্রিকেটারদের জন্য প্রস্তুতির বড় মঞ্চ হলেও মাঠের বাইরের বিশৃঙ্খলা আয়োজকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।