Image description

১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনকে কেন্দ্র করে সারাদেশে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উচ্ছ্বাস দেখা গেছে। 

তাকে বরণ করতে জেলা-উপজেলা ও তৃণমূল পর্যায় থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী নারায়ণগঞ্জের রূপগঞ্জে সমবেত হয়।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) পূর্বাচলের ৩০০ ফিট সড়কের কুড়িল এলাকায় জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে তারেক রহমানকে সংবর্ধনা দেওয়া হবে। সংবর্ধনা শুরুর আগেই কাঞ্চন সেতুর পশ্চিমপাড় থেকে সভামঞ্চ পর্যন্ত এলাকাজুড়ে মানুষের ঢল নামে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে উপস্থিতি আরও বাড়তে থাকে।

নেতাকর্মীদের পরনে ছিল রঙিন টি-শার্ট, হাতে জাতীয় ও দলীয় পতাকা। ঢাকঢোল, ব্যানার ও ফেস্টুনে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। 

সভামঞ্চকে ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

গাজীপুর, নরসিংদীসহ দেশের বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মীরা ভোর থেকেই সভাস্থলে পৌঁছান। অনেকেই দীর্ঘ পথ হেঁটে প্রিয় নেতাকে এক নজর দেখার প্রত্যাশা ব্যক্ত করেন।

রূপগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন বলেন, তারেক রহমানের আগমনকে ঘিরে সারাদেশের নেতাকর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তিনি আশা প্রকাশ করেন, এ সমাবেশে অর্ধকোটিরও বেশি মানুষের উপস্থিতি হবে।

দীর্ঘদিন পর দলের শীর্ষ নেতার প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রূপগঞ্জের এই সংবর্ধনা সমাবেশ বিএনপির শক্তি ও সাংগঠনিক সামর্থ্যের এক বড় প্রদর্শনীতে পরিণত হয়েছে।