রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামানোর ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্টকে কোনোভাবেই বাগে আনতে পারেননি। রাশিয়ার সঙ্গে সংঘাতে যাওয়ারও কোনো ইঙ্গিত দেননি তিনি। এই অবস্থায় ইউরোপের নেতাদের আশাভঙ্গ হয়েছে। রাশিয়ার বিরুদ্ধে সম্মিলিত প্রতিরক্ষার ক্ষেত্রে ওয়াশিংটনের কাছ থেকে যে প্রত্যাশা ছিল ইউরোপের, তা আর নেই।
বিশেষ করে ইউক্রেনে পুতিনের আগ্রাসন থামাতে এখন আর ট্রাম্পের ওপর নির্ভর করতে চান না ইইউ নেতারা। এই শূন্যস্থান পূরণে এগিয়ে এসেছে জার্মানি। ইউরোপের প্রতিরক্ষায় জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎসের দোড়ঝাঁপ তাকে ইউরোপের নতুন নেতায় পরিণত করেছে।
ফ্রিডরিখের সাম্প্রতিক কূটনৈতিক পদক্ষেপের দিকে নজর দিলে বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে। গত আগস্টে জার্মান ফেডারেল মন্ত্রিসভা একটি ‘জাতীয় নিরাপত্তা পরিষদ’ প্রতিষ্ঠার অনুমোদন দেয়। আর এই পরিষদের দায়-দায়িত্ব এখন ফ্রিডরিখের ওপরই পড়েছে।
ওয়াশিংটনভিত্তিক থিংক ট্যাংক সেন্টার ফর ইউরোপিয়ান পলিসি অ্যানালাইসিস (সিইউপিএ) বলছে, রাশিয়া-ইউক্রেনের সংঘাতকেন্দ্রিক পরিস্থিতি থেকে যুক্তরাষ্ট্র সরে এসেছে। এই অবস্থায় জার্মানি নীরবে এখন ইউরোপের প্রতিরক্ষায় নেতৃত্ব দিতে শুরু করেছে।




Comments