ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওসমান হাদির কবর জিয়ারত করেন তিনি। এ সময় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরও জিয়ারত করেন তারেক রহমান।
এর আগে সকাল ১০টা ৪০ মিনিটে গুলশানের বাসা থেকে বের হন তারেক রহমান। বেলা ১১টা ২০ মিনিটের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পৌঁছান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
তারেক রহমানের আগমনের খবরে শাহবাগ মোড় ও আশেপাশের এলাকায় অবস্থান নিয়েছেন দলের বিপুল সংখ্যক নেতা–কর্মী। অনেকে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সম্বলিত ব্যানার-ফেস্টুন ও দলীয় পতাকা প্রদর্শন করে নানা স্লোগান দিচ্ছেন।
এদকি ভোটার হতে আজ নির্বাচন কমিশনে (ইসি) যাবেন তারেক রহমান। দুপুরের দিকে ইসিতে গিয়ে ভোটার তালিকায় নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্রের আনুষ্ঠানিক কার্যক্রম শেষ করবেন তিনি।
এর আগে আজ জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের খোঁজখবর নিতে রাজধানীর পঙ্গু হাসপাতাল পরিদর্শনের কথা থাকলেও শেষ মুহূর্তে সেই কর্মসূচি বাতিল করা হয়েছে। হাসপাতালটিতে বর্তমানে গণ-অভ্যুত্থানের কোনো আহত রোগী চিকিৎসাধীন না থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।
দীর্ঘ ১৭ বছরের প্রবাস জীবন শেষে গত বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) প্রিয় মাতৃভূমিতে ফিরেছেন তারেক রহমান। তার এই স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানীসহ সারা দেশে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।




Comments