সৌদি আরবে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আনোয়ার হোসেন (৩৫) নামে এক বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ১০টার দিকে দেশটির দাম্মাম শহরে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আনোয়ার হোসেন কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার উত্তর গোবিন্দপুর গ্রামের আলমাস খানের বড় ছেলে।
পরিবার ও প্রবাসী সূত্রে জানা গেছে, গত ১০-১২ বছর ধরে সৌদি আরবে কর্মরত ছিলেন আনোয়ার। শুক্রবার রাতে কাজ শেষে স্কুটি চালিয়ে যাওয়ার সময় পেছন থেকে একটি দ্রুতগামী গাড়ি তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের প্রতিবেশী ও প্রবাসী শফিক জানান, আনোয়ার অত্যন্ত বিনয়ী ও কর্মঠ ছিলেন। দুই মাস পরেই তার দেশে ফিরে বিয়ে করার কথা ছিল। পরিবারের বড় ছেলের এমন আকস্মিক মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মো. চাঁন মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের পক্ষ থেকে আনোয়ারের মৃত্যুর খবর পাওয়ার পর শোকাবহ পরিবেশ বিরাজ করছে। তার মরদেহ বর্তমানে দাম্মামের একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সরকারি প্রক্রিয়ায় দ্রুত মরদেহ দেশে আনার চেষ্টা চালানো হচ্ছে।




Comments