আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন আট দলীয় জোটে নতুন করে যুক্ত হয়েছে আরও দুটি রাজনৈতিক দল—কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
রোববার (২৮ ডিসেম্বর) বিকেল ৫টায় জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই নতুন মিত্রদের নাম ঘোষণা করা হয়। জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দল দুটির জোটে অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করেন।
নতুন এই দুই দল যুক্ত হওয়ার ফলে জামায়াতের নেতৃত্বাধীন জোটটি এখন ১০ দলীয় শক্ত অবস্থানে দাঁড়িয়েছে। জোটের আগে থেকে থাকা আটটি দল হলো—বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)।
সংবাদ সম্মেলনে ডা. শফিকুর রহমান বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে ঐক্যবদ্ধ শক্তির কোনো বিকল্প নেই। এলডিপি ও এনসিপির মতো দলগুলো জোটে আসায় আমাদের ঐক্য আরও সুসংহত হলো। আমরা বিশ্বাস করি, এই ঐক্য আসন্ন নির্বাচনে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে সক্ষম হবে।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বর্ষীয়ান রাজনীতিবিদ কর্নেল (অব.) অলি আহমদের এলডিপি এই জোটে যোগ দেওয়া একটি বড় চমক। এর ফলে নির্বাচনী মাঠে জামায়াত ও তাদের সমমনা দলগুলোর অবস্থান আরও শক্তিশালী হলো, যা অন্যান্য বড় দল ও জোটগুলোর জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে।
সংবাদ সম্মেলনে জোটভুক্ত অন্যান্য দলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁরাও নতুন শরিকদের স্বাগত জানিয়ে দেশ ও জনগণের স্বার্থে রাজপথে এবং নির্বাচনে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।




Comments