Image description

বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের পরিস্থিতি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের সাম্প্রতিক মন্তব্যকে ‘বাস্তবতা বিবর্জিত ও বিভ্রান্তিকর’ বলে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ সরকার। রোববার (২৮ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে ভারতের এই অবস্থানের কড়া প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের মন্তব্য প্রকৃত বাস্তবতার প্রতিফলন ঘটায় না। বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির দীর্ঘস্থায়ী ঐতিহ্যকে ভুলভাবে উপস্থাপন করে এমন যেকোনো অতিরঞ্জিত বা উদ্দেশ্যপ্রণোদিত বর্ণনাকে বাংলাদেশ সরকার স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় গভীর উদ্বেগের সঙ্গে উল্লেখ করেছে যে, ভারতের বিভিন্ন মহলে বিচ্ছিন্ন কিছু অপরাধমূলক কর্মকাণ্ডকে হিন্দুদের ওপর পদ্ধতিগত নির্যাতন হিসেবে চিত্রিত করার অপচেষ্টা চলছে। এই ধরনের বিদ্বেষপূর্ণ ও বাংলাদেশবিরোধী প্রচারণা ভারতীয় সাধারণ নাগরিকদের বাংলাদেশের কূটনৈতিক মিশন ও অন্যান্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে উত্তেজিত করতে ব্যবহার করা হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক।

বিবৃতিতে একটি সুনির্দিষ্ট ঘটনার উদাহরণ দিয়ে বলা হয়, ভারতের পক্ষ থেকে উদ্ধৃত করা ব্যক্তিদের মধ্যে একজন ছিলেন মূলত তালিকাভুক্ত অপরাধী। তিনি তাঁর একজন মুসলিম সহযোগীর সঙ্গে চাঁদাবাজি করার সময় এক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে মৃত্যুবরণ করেন। এই ধরনের নিছক অপরাধমূলক কর্মকাণ্ডকে সাম্প্রদায়িক বা সংখ্যালঘু নির্যাতনের রূপ দেওয়া কেবল অসত্যই নয়, বরং চরম বিভ্রান্তিকর।

সুপ্রতিবেশীসুলভ সম্পর্ক এবং পারস্পরিক আস্থার চেতনাকে সমুন্নত রাখার স্বার্থে এ ধরনের বিভ্রান্তিকর আখ্যান ছড়ানো থেকে বিরত থাকার জন্য ভারতের বিভিন্ন মহলের প্রতি জোরালো আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশ সরকার মনে করে, এ ধরনের ভিত্তিহীন মন্তব্য দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করতে পারে।