Image description

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ জামায়াতের সঙ্গে জোট গঠন করায় সমালোচনা করেছেন দলটির সদ্য সাবেক মহাসচিব ও বর্তমান বিএনপি নেতা ড. রেদোয়ান আহমেদ।

তিনি বলেন, ‘ক্ষমতার মোহে বীরত্বের জলাঞ্জলি দিয়েছেন খেতাবপ্রাপ্ত এই মুক্তিযোদ্ধা। সারা জীবন তিনি মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল জামায়াতে ইসলামী সম্পর্কে তীব্র সমালোচনা করে আসছিলেন। রবিবার (২৮ ডিসেম্বর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি জামায়াতের নেতৃত্বে গঠিত জোটে যোগদান করেছেন। যা তার সমস্ত রাজনৈতিক জীবনের নীতি পরিপন্থী।’

রবিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার এতবারপুরে গণসংযোগকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সাবেক এই প্রতিমন্ত্রী বলেন, ‘কর্নেল অলি জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হবেন এমন খোঁজ খবর পেয়ে আমি এর বিরোধিতা করে আসছিলাম। আমি এককভাবে নির্বাচনে যাওয়ার বিষয়ে মতামত দিয়েছিলাম।

কিন্তু তিনি সিদ্ধান্তে অটুট থাকায় আমি বিএনপির সঙ্গে যোগাযোগ করে বিষয়টি অবহিত করি। পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্মতিতে গত ২৪ ডিসেম্বর আমি স্বাধীনতার স্বপক্ষের শক্তি বিএনপিতে যোগদান করি।’

তিনি আরো বলেন, ‘কর্নেল অলি আহমেদ মুক্তিযুদ্ধে দেশের পক্ষে জীবন বাজি রেখে যুদ্ধ করে দেশকে শত্রুমুক্ত করেন। তিনি রাষ্ট্রীয় বীর বিক্রম খেতাব পেয়েছেন।

এর চেয়ে বড় প্রাপ্তি আর কি হতে পারে। রাজনৈতিক জীবনে তিনি জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী ছিলেন। হঠাৎ করে দেশবিরোধী শক্তির সঙ্গে তার নির্বাচনী জোট গঠন সত্যিই দুঃখজনক।’