বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৫-এর মাঠের লড়াই একদিনের বিরতির পর আবারও শুরু হলো। ২৯ ডিসেম্বর দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে রংপুর রাইডার্স ও চট্টগ্রাম রয়্যালস। টস জিতে রংপুর রাইডার্স ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে।
চট্টগ্রাম রয়্যালস আসরের প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করেছিল। জয়ের সুবাদে তারা পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছিল। অন্যদিকে, এটি এবারের বিপিএলের রংপুর রাইডার্সের প্রথম ম্যাচ।
চট্টগ্রাম রয়্যালসের একাদশে একটি পরিবর্তন এসেছে। জিয়াউর রহমানের জায়গায় দলে নেওয়া হয়েছে অ্যাডাম রসিংটনকে। তবে চার বিদেশির কোটা পূর্ণ হয়নি; আগের ম্যাচে দুই বিদেশি খেললেও এবার তিন বিদেশি ক্রিকেটার মাঠে নামছেন।
রংপুর রাইডার্সের একাদশে রয়েছেন লিটন দাস ও নুরুল হাসান সোহান। দুজনই থাকলেও উইকেটকিপিংয়ের দায়িত্ব পালন করবেন অধিনায়ক সোহান। মাহমুদ উল্লাহ রিয়াদসহ একঝাঁক অভিজ্ঞ ও তারকা ক্রিকেটার নিয়ে শক্তিশালী একাদশ সাজিয়েছে রংপুর।
দুই দলের একাদশ
রংপুর রাইডার্স
ডেভিড মালান, লিটন দাস, তাওহিদ হৃদয়, খুশদিল শাহ, মাহমুদ উল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান (অধিনায়ক ও উইকেটরক্ষক), ফাহিম আশরাফ, সুফিয়ান মুকিম, আলিস আল ইসলাম, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা।
চট্টগ্রাম রয়্যালস
মির্জা বেগ, নাঈম শেখ, মাহফিজুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, শেখ মেহেদী হাসান (অধিনায়ক), আবু হায়দার রনি, অ্যাডাম রসিংটন (উইকেটরক্ষক), তানভীর ইসলাম, শরিফুল ইসলাম, মুকিদুল ইসলাম মুগ্ধ, মাসুদ গুরবাজ।




Comments