Image description

দীর্ঘ প্রায় ১৮ বছর (দেড় যুগ) পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে এক বিশাল গাড়িবহরের সঙ্গে তিনি দলীয় কার্যালয়ের সামনে পৌঁছান। তাঁর এই ঐতিহাসিক আগমনকে কেন্দ্র করে নয়াপল্টন এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।

তারেক রহমান কার্যালয়ে পৌঁছালে উপস্থিত হাজার হাজার নেতাকর্মী স্লোগানে স্লোগানে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। প্রায় দেড় যুগ পর প্রিয় নেতাকে সামনে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেক কর্মী-সমর্থক। তাঁর আগমন উপলক্ষে কয়েকদিন আগে থেকেই নয়াপল্টন ও এর আশপাশের এলাকায় বড় বড় ব্যানার, ফেস্টুন ও রঙিন বিলবোর্ড টাঙানো হয়।

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই নয়াপল্টন এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। দুপুর ১২টা ৩৫ মিনিট থেকে কার্যালয়ের মূল ফটক বন্ধ করে দেওয়া হয়েছিল এবং শুধুমাত্র সিনিয়র নেতাদের ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়। নিরাপত্তা নিশ্চিত করতে কার্যালয় প্রাঙ্গণে র‍্যাবের একটি ডগ স্কোয়াড টিমকে তল্লাশি চালাতে দেখা গেছে। এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন ছিল।

এর আগে আজ দুপুরে তারেক রহমান তাঁর গুলশানের বাসভবন থেকে নয়াপল্টনের উদ্দেশ্যে রওনা হন। দীর্ঘদিন প্রবাসে থাকার পর গত আগস্টে দেশের রাজনৈতিক পটপরিবর্তনের ধারাবাহিকতায় তিনি দেশে ফেরেন। তবে দলীয় কার্যালয়ে তাঁর এই সফরটি নেতা-কর্মীদের কাছে দীর্ঘ প্রতীক্ষিত একটি মুহূর্ত ছিল।

দলের সিনিয়র নেতারা জানিয়েছেন, তারেক রহমান কার্যালয়ে বসে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সাংগঠনিক বিষয়ে আলোচনা করবেন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন।

উল্লেখ্য, ২০০৭ সালের পর এই প্রথম তারেক রহমান আনুষ্ঠানিকভাবে নয়াপল্টন কার্যালয়ে পা রাখলেন। তাঁর এই সফর আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিএনপির তৃণমূল পর্যায়ে বড় ধরনের উদ্দীপনা তৈরি করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।