ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ফেনীর তিনটি সংসদীয় আসনেই উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা।
সোমবার (২৯ ডিসেম্বর) বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, দলের কেন্দ্রীয় নেতা আব্দুল আউয়াল মিন্টু এবং অধ্যাপক জয়নাল আবেদীনসহ (ভিপি জয়নাল) বিভিন্ন রাজনৈতিক দলের হেভিওয়েট প্রার্থীরা তাঁদের মনোনয়নপত্র দাখিল করেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা হকের কাছে প্রার্থীরা নিজ নিজ মনোনয়নপত্র জমা দেন।
দলীয় সূত্রে জানা গেছে, ফেনী-১ (পরশুরাম-ফুলগাজী-ছাগলনাইয়া) আসনে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক মুন্সি রফিকুল আলম মজনু। ফেনী-২ (সদর) আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন (ভিপি জয়নাল) এবং ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনে দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও ব্যবসায়ী নেতা আব্দুল আউয়াল মিন্টু মনোনয়নপত্র দাখিল করেন।
বিএনপির পাশাপাশি অন্যান্য দলের প্রার্থীদের মধ্যেও তৎপরতা লক্ষ্য করা গেছে। ফেনীর বিভিন্ন আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, জামায়াতে ইসলামী, বৃহত্তর সুন্নী জোট, বাসদ ও সিপিবির মনোনীত প্রার্থীরা।
মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে সকাল থেকেই জেলা প্রশাসক কার্যালয় এলাকায় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। বিভিন্ন স্লোগান ও মিছিলে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোতায়েন ছিল অতিরিক্ত পুলিশ সদস্য।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ফেনীর তিনটি সংসদীয় আসনে মোট ১৩ লাখ ৩০ হাজার ৯২১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
রিটার্নিং কর্মকর্তা মনিরা হক জানান, দাখিলকৃত মনোনয়নপত্রগুলো যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী পরবর্তী কার্যক্রম সম্পন্ন করা হবে।
মানবকণ্ঠ/ডিআর




Comments