সারা দেশে শীতের তীব্রতা আরও বাড়ার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী ২৪ ঘণ্টার মধ্যে রাতের তাপমাত্রা আরও কমতে পারে, যার ফলে হাড়কাঁপানো শীত অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) সকালে প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে দিনভর কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে সূর্যের দেখা মেলা ভার হতে পারে, ফলে দেশের অনেক জায়গায় তীব্র শীতের অনুভূতি অব্যাহত থাকবে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জের নিকলীতে, ১০ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিস জানিয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। কোনো কোনো এলাকায় এই কুয়াশা দুপুর পর্যন্ত স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে আসায় বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ-পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে বিঘ্নিত হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
বর্তমানে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। অন্যদিকে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে, যার একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।
পরিবহন সংশ্লিষ্টদের কুয়াশার মধ্যে চলাচলে বিশেষ সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে মহাসড়ক ও নৌপথে হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচলের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
জানুয়ারির শুরুতে শীতের এই প্রকোপ আরও বাড়তে পারে বলে ধারণা করছেন আবহাওয়াবিদরা। শীতের তীব্রতা বাড়ায় শিশু ও বয়স্কদের বাড়তি যত্নে রাখার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।
মানবকন্ঠ/আরআই




Comments