ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত এবং গ্রেপ্তারে সহায়তাকারীদের জন্য ৫৫ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন ‘শিখ ফর জাস্টিস’ (এসএফজে)। সোমবার (২৯ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক বিবৃতির মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়।
এসএফজে তাদের বিবৃতিতে জানায়, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভাষ্য অনুযায়ী হাদি হত্যাকাণ্ডে জড়িতরা ঘটনার পরপরই সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে গেছে। এই পরিস্থিতিতে পলাতক খুনিদের অবস্থান শনাক্ত করা, তাদের গ্রেপ্তার এবং প্রত্যর্পণে নির্ভরযোগ্য তথ্য দিয়ে সহায়তা করতে পারলে এই বড় অংকের পুরস্কার প্রদান করা হবে।
সংগঠনটির জেনারেল কাউন্সেল গুরপতবন্ত সিং পান্নুন দাবি করেন, হাদিকে যেভাবে হত্যা করা হয়েছে, তার সঙ্গে কানাডায় শিখ নেতা হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ডের ধরনের মিল রয়েছে। আন্তর্জাতিক প্রেক্ষাপটে ভারতের গোয়েন্দা সংস্থার কর্মকাণ্ডের দিকে ইঙ্গিত করে পান্নুন এই তুলনা করেন।
বিবৃতিতে আরও বলা হয়েছে, এই পুরস্কার ঘোষণার মূল উদ্দেশ্য হলো জনসাধারণের সহযোগিতা নিশ্চিত করা। এর মাধ্যমে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাতে দ্রুত অপরাধীদের শনাক্ত, গ্রেপ্তার এবং বিদেশ থেকে ফিরিয়ে আনার প্রক্রিয়ায় কার্যকর সহায়তা পায়, সেটিই নিশ্চিত করতে চায় এসএফজে।
উল্লেখ্য, ২০২৪-এর গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার এবং জড়িতদের দেশে ফিরিয়ে আনার দাবিতে বাংলাদেশে বিভিন্ন সংগঠন আন্দোলন চালিয়ে যাচ্ছে। এই আবহে আন্তর্জাতিক একটি সংগঠনের পক্ষ থেকে এমন ঘোষণা ঘটনাটিকে নতুন মাত্রা দিয়েছে।
মানবকন্ঠ/আরআই




Comments