জামায়াতে ইসলামীর সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনী সমঝোতা হওয়ায় কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর জন্য জায়গা করে দিলেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম শহীদ।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে কুমিল্লার দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে হাসনাত আব্দুল্লাহর পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলতে গিয়ে দীর্ঘদিনের রাজনৈতিক পথচলা ও নেতাকর্মীদের অক্লান্ত পরিশ্রমের কথা স্মরণ করে আবেগে আপ্লুত হয়ে কেঁদে ফেলেন জামায়াতের নেতা সাইফুল ইসলাম শহীদ। এ সময় উপস্থিত জামায়াতের নেতাকর্মীদেরও কাঁদতে দেখা গেছে।
এ সময় হাসনাত আব্দুল্লাহ ছাড়াও স্থানীয় জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, শহীদ পরিবারের সদস্য ও অন্যান্য জোট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র জমা শেষে সাইফুল ইসলাম শহীদ বলেন, এই আসনের জন্য আমার নেতাকর্মীরা দিন-রাত পরিশ্রম করেছেন, ঘরে না ফিরে মাঠে থেকেছেন। তাদের সেই ত্যাগের কথা মনে হলে আবেগ ধরে রাখা কঠিন হয়ে পড়ে। এ কথা বলতে গিয়েই কান্নায় ভেঙে পড়েন তিনি।
জামায়াতের এ নেতা আরো বলেন, দেবিদ্বারের প্রশ্নে, ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রশ্নে, জুলাই আন্দোলনের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা পূরণ করার জন্য আমি আরো বড় ধরনের সেক্রিফাইস করার জন্য প্রস্তুত আছি।
জামায়াতের প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার প্রসঙ্গে হাসনাত আব্দুল্লাহ গণমাধ্যমকে বলেন, জামায়াত মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম শহীদ ভাই ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতনের পর তিনি দীর্ঘ দেড় বছর ধরে নির্বাচনী প্রস্তুতি নিচ্ছিলেন। তিনি পথে-প্রান্তরে ছুটে বেড়িয়েছেন, এ ত্যাগ কম নয়। তিনি জননন্দিত ও মানুষের জন্য কাজ করেছেন দীর্ঘদিন। শহীদ ভাই জোট ও ইনসাফের প্রশ্নে মনোনয়ন প্রত্যাহার করে নিয়ে যে উদারতা পরিচয় দিয়েছেন, আমাদের পরবর্তী কার্যক্রম ইনসাফ ও দেশের প্রতি আমাদের যে কমিটমেন্ট, ওনার মনোনয়ন প্রত্যাহারের যে ত্যাগ সে মর্যাদা আমরা রাখব।
আমি সব সময় তার প্রতি কৃতজ্ঞ থাকব।




Comments