Image description

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাষ্ট্রীয় জানাজার ইমামতি কে করবেন, তা চূড়ান্ত করা হয়েছে। আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিতব্য এই জানাজার নামাজ পড়াবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে গুলশানে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত ওই বৈঠকে বেগম জিয়ার শেষ বিদায়ের সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করা হয়। মির্জা ফখরুল জানান, জানাজা শেষে তাঁকে রাজধানীর শেরেবাংলা নগরে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হবে।

জানাজা ও দাফন প্রক্রিয়া চলাকালে নেতাকর্মীদের ধৈর্য ও সর্বোচ্চ শৃঙ্খলা বজায় রাখার অনুরোধ জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, “বেগম খালেদা জিয়ার মৃত্যুতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা পূরণ হওয়ার নয়। এই শোককে শক্তিতে রূপান্তর করে আমাদের সামনের দিকে এগোতে হবে।” জানাজা ও দাফনের পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

ইতিমধ্যেই সংসদ ভবন প্রাঙ্গণ ও মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় জানাজার প্রস্তুতি শুরু হয়েছে। অন্তর্বর্তী সরকার সাবেক এই প্রধানমন্ত্রীর বিদায় অনুষ্ঠানটি যথাযথ মর্যাদায় সম্পন্ন করতে সব ধরনের প্রশাসনিক ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। প্রিয় নেত্রীকে শেষবারের মতো বিদায় জানাতে জানাজায় লাখো মানুষের ঢল নামতে পারে বলে ধারণা করছে দলের শীর্ষ নেতৃত্ব।

উল্লেখ্য, আজ মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া। তাঁর মৃত্যুতে সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এ ছাড়া বিএনপি সারা দেশে সাত দিনের শোক পালনের কর্মসূচি দিয়েছে। তাঁর প্রয়াণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন।

মানবকন্ঠ/আরআই