শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতালের ১০০ মিটারের মধ্যে তামাক বিক্রি করলেই জরিমানা
দেশের শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল এবং শিশুদের বিনোদন কেন্দ্রের আশেপাশে তামাকজাত দ্রব্য বিক্রির ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করে নতুন অধ্যাদেশ জারি করা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে রাষ্ট্রপতির আদেশে ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জারি করেছে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ।
নতুন এই অধ্যাদেশ অনুযায়ী, কোনো শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, খেলাধুলার স্থান এবং শিশুপার্কের সীমানার ১০০ মিটারের মধ্যে কোনো ধরনের তামাক বা তামাকজাত দ্রব্য বিক্রি করা যাবে না। কেউ এই বিধান লঙ্ঘন করলে তাকে সর্বোচ্চ ৫ হাজার টাকা জরিমানা করা হবে। একই ব্যক্তি দ্বিতীয়বার বা বারবার এই অপরাধ করলে শাস্তির পরিমাণ দ্বিগুণ হারে বৃদ্ধি পাবে।
অধ্যাদেশে আরও উল্লেখ করা হয়েছে, সরকার বা স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো চাইলে জনস্বার্থে সাধারণ বা বিশেষ আদেশের মাধ্যমে এই ১০০ মিটারের সীমানা আরও বৃদ্ধি করার ক্ষমতা রাখবে। মূলত ২০০৫ সালের বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইনটি সংশোধন করে এই নতুন বিধিনিষেধ যুক্ত করা হয়েছে।
জনস্বাস্থ্য রক্ষা এবং তরুণ প্রজন্মকে তামাকের ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
মানবকন্ঠ/আরআই




Comments