১৭ বছর নিভৃতে অত্যাচার সহ্য করেছেন, আল্লাহ তাকে সম্মানিত করবেনই: ইরফান সাজ্জাদ
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে শোকাতুর পুরো দেশ। বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত তাঁর জানাজায় মানুষের ঢল দেখে আবেগ ধরে রাখতে পারেননি শোবিজ অঙ্গনের তারকারাও। জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টের মাধ্যমে এই মহীয়সী নেত্রীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।
বেগম জিয়ার লাশবাহী অ্যাম্বুলেন্সের একটি ছবি শেয়ার করে ইরফান সাজ্জাদ তাঁর পোস্টে লেখেন, "১৭ বছর! ১৭টা বছর যে মানুষটা একা নীরবে-নিভৃতে অত্যাচার সহ্য করে গেছেন, আল্লাহ তাকে সম্মানিত করবেনই! আর আল্লাহ যখন কাউকে সম্মানিত করেন, হিসাব ছাড়া করেন! এত মানুষ! এত অগণিত মানুষ!"
তিনি আরও যোগ করেন, "কয়জন সৌভাগ্যবান হয় এত সুন্দর জানাজার! পৃথিবীতে এমনভাবে বাঁচেন যাতে আপনার মৃত্যু আপনাকে হাজার বছর বাঁচিয়ে রাখে। আল্লাহ আপনাকে জান্নাতবাসী করুক।"
বুধবার বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হয়। জানাজার আগে পরিবারের পক্ষ থেকে সংক্ষিপ্ত বক্তব্য দেন তাঁর বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি দেশবাসীর কাছে মায়ের জন্য দোয়া চেয়ে বলেন, তাঁর মা যদি বেঁচে থাকাকালীন কারও মনে কষ্ট দিয়ে থাকেন, তবে যেন তাঁকে ক্ষমা করে দেওয়া হয়। এছাড়া কোনো পাওনাদার থাকলে তাঁর সাথে যোগাযোগ করারও অনুরোধ জানান তিনি।
ঐতিহাসিক এই জানাজায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা, বিদেশি প্রতিনিধি এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখ লাখ সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে চন্দ্রিমা উদ্যানে সমাহিত করা হয়।
মানবকন্ঠ/আরআই




Comments