Image description

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে ভিড়ের চাপে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম মানিক, তাঁর বাড়ি ভোলা জেলায় বলে জানা গেছে। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে জানাজা শুরুর আগে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম পাশে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাতে সকাল থেকেই জানাজাস্থলে লাখ লাখ মানুষের ঢল নামে। জানাজা শুরুর ঠিক আগে ভিড়ের প্রচণ্ড চাপে ধাক্কাধাকির সৃষ্টি হলে মানিক নামের ওই ব্যক্তি মাটিতে পড়ে যান এবং গুরুতর অসুস্থ হয়ে পড়েন। উপস্থিত লোকজন তাঁকে উদ্ধার করে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তাঁর মৃত্যু হয়।

এ বিষয়ে শেরে বাংলা নগর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) অমৃতা জানান, জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পুলিশের একটি মোবাইল টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। নিহতের বিস্তারিত পরিচয় ও মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে পুলিশ কাজ করছে।

উল্লেখ্য, বুধবার বিকেল ৩টায় মানিক মিয়া অ্যাভিনিউতে বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়, যেখানে প্রধান উপদেষ্টাসহ দেশের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ এবং লাখ লাখ সাধারণ মানুষ অংশ নেন। জানাজা শেষে তাঁকে চন্দ্রিমা উদ্যানে দাফন করা হয়েছে।