আজীবন লড়াই-সংগ্রামের সঙ্গী এবং নিজের আশ্রয়স্থল মা বেগম খালেদা জিয়াকে চন্দ্রিমা উদ্যানে চিরনিদ্রায় শায়িত করে বিষণ্ন মনে বাসায় ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (৩১ ডিসেম্বর) সারাদিনের শোকাবহ জানাজা, দাফন ও শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শেষে বিকেল সাড়ে ৫টার দিকে তিনি বাসায় প্রবেশ করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, দাফন সম্পন্ন হওয়ার পর তারেক রহমান তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমানসহ পরিবারের অন্য সদস্যদের নিয়ে গুলশানের ১৯২ নম্বর বাসভবনে পৌঁছান। সারাদিনের শোকের ভার ও ব্যক্তিগত বেদনায় তাঁকে অত্যন্ত বিমর্ষ ও নিঃশব্দ দেখাচ্ছিল।
এর আগে, বিকেল সাড়ে ৪টার দিকে চন্দ্রিমা উদ্যানে রাষ্ট্রীয় মর্যাদায় স্বামী ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন হয়। দাফনের সময় সেখানে উপস্থিত অগণিত নেতাকর্মী ও সাধারণ মানুষের গগণবিদারী কান্না আর হাহাকারে এক শোকাতুর পরিবেশের সৃষ্টি হয়। দাফন শেষে মায়ের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন তারেক রহমান।
দাফনস্থল ও এর আশপাশের এলাকায় দিনভর ছিল নিশ্ছিদ্র নিরাপত্তা। তবে প্রিয় নেত্রীকে শেষ নজর দেখতে আসা লাখো মানুষের চাপে বিভিন্ন স্থানে সাময়িক বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হলেও সামগ্রিকভাবে দাফন প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে শেষ হয়।
দিনভর ক্লান্তিকর সফর আর মানসিক চাপের মধ্যে অত্যন্ত সংযত অবস্থায় থাকলেও মাকে দাফন করে ফেরার সময় তারেক রহমানের চোখেমুখে ছিল গভীর শোকের ছাপ। এর মধ্য দিয়ে বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবনের অন্তিম অধ্যায়ের সমাপ্তি ঘটল।
মানবকন্ঠ/আরআই




Comments