Image description

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসেন দক্ষিণ এশিয়ার দুই বৈরী দেশ ভারত ও পাকিস্তানের উচ্চপর্যায়ের দুই প্রতিনিধি। ঢাকায় আসার পর পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার সরদার আইয়াজ সাদিক আর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বৈঠক করেন।

বুধবার খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের আনুষ্ঠানিকতার আগেই ভারত ও পাকিস্তানের প্রতিনিধিদের মধ্যে এই সৌজন্য বিনিময় হয়।

একপর্যায়ে এগিয়ে গিয়ে পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার সরদার আইয়াজ সাদিকের সঙ্গে করমর্দন করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এ সময় নিজের পরিচয় দিয়ে সরদার আয়াজ সাদিককে তিনি বলেন, ‘আমি আপনাকে চিনতে পেরেছি।’

পাকিস্তানের জাতীয় সংসদের এক্স হ্যান্ডেলে সরদার আয়াজ সাদিক ও এস জয়শঙ্করের করমর্দনের ওই ছবির সঙ্গে এ তথ্য জানানো হয়।

অন্যদিকে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে ভারত ও পাকিস্তানের উচ্চপর্যায়ের এই দুই প্রতিনিধির বৈঠকের বিষয়টিও জানানো হয়।

সেখানে বলা হয়, পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার সরদার আইয়াজ সাদিক ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে সৌজন্য বিনিময় করেন।

এদিন দুপুরে খালেদা জিয়ার জানাজার আগে তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের জন্য সার্কভুক্ত দেশের ছয় প্রতিনিধি বসেছিলেন জাতীয় সংসদ ভবনের দক্ষিণ ব্লকে তাঁদের জন্য নির্ধারিত একটি কক্ষে। ওই কক্ষে তখন আরও উপস্থিত ছিলেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ডি এন ধুংগিয়েল, মালদ্বীপের প্রেসিডেন্টের বিশেষ দূত ও দেশটির উচ্চশিক্ষামন্ত্রী আলী হায়দার আহমেদ এবং শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ভিজিতা হেরাথ।