জুভেন্টাস, বার্সেলোনা ও রোমার সাবেক তারকা মিডফিল্ডার মিরালেম পিয়ানিচ পেশাদার ফুটবল থেকে আনুষ্ঠানিক অবসরের ঘোষণা দিয়েছেন। ৩৫ বছর বয়সে বসনিয়া ও হার্জেগোভিনার এই কিংবদন্তি ফুটবলার তার বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানার সিদ্ধান্ত নিলেন।
সবশেষ মৌসুমে রাশিয়ার ক্লাব সিএসকেএ মস্কোর হয়ে খেলার পর ফ্রি এজেন্ট হয়ে যান পিয়ানিচ। এরপর থেকেই তার ফুটবল ভবিষ্যৎ নিয়ে গুঞ্জন ছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে অবসরের বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, এখন থেকে পরিবার ও সন্তানকে সময় দেওয়াকেই তিনি অগ্রাধিকার দিচ্ছেন।
সাক্ষাৎকারে পিয়ানিচ বলেন, "আমি আর খেলছি না। আমার ক্যারিয়ার শেষ। আমি এখন দুবাইয়ে থাকি এবং আমি এখন আর একজন ফুটবলার নই, বরং আমার ছোট ছেলের বাবা—সে-ই এখন আমার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ।"
মাঠে নিখুঁত পাসিং, দূরদর্শিতা এবং বিশেষ করে ফ্রি-কিকে অসাধারণ দক্ষতার জন্য পিয়ানিচ এক সময় বিশ্বের অন্যতম সেরা মিডফিল্ডার হিসেবে বিবেচিত হতেন। ক্যারিয়ারের স্বর্ণালি সময় তিনি কাটিয়েছেন ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে। সেখানে টানা চারটি সেরি আ শিরোপা জয়ের রেকর্ড রয়েছে তার। এছাড়া বসনিয়া জাতীয় দলের হয়ে ১০০-এর বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি, যা তাকে দেশটির অন্যতম সফল ফুটবলারের মর্যাদা দিয়েছে।
পিয়ানিচের পেশাদার ফুটবলের যাত্রা শুরু হয়েছিল ফরাসি ক্লাব মেট্জের হয়ে। এরপর লিওঁ এবং ইতালিয়ান ক্লাব রোমায় খেলে নিজের জাত চিনিয়েছিলেন এই প্লেমেকার। ২০২০ সালে জুভেন্টাস ছেড়ে বার্সেলোনায় যোগ দিলেও সেখানে খুব একটা সুবিধা করতে পারেননি তিনি। কাতালান ক্লাবটিতে ছন্দ হারানোর পর তিনি একে একে তুর্কি ক্লাব বেসিকতাস, সংযুক্ত আরব আমিরাতের শারজাহ এবং সবশেষে মস্কোর হয়ে মাঠ মাতান।
মাঠের সেই শৈল্পিক পাস আর দর্শনীয় ফ্রি-কিক নিয়ে পিয়ানিচকে আর দেখা যাবে না সবুজ গালিচায়। ফুটবল বিশ্ব থেকে বিদায় নিয়ে জীবনের এক নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন এই তারকা।




Comments