বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে বল হাতে অনন্য এক রেকর্ড গড়েছেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির। টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বাধিক মেইডেন ওভারের তালিকায় বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন তিনি।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সিলেট টাইটান্স ও ঢাকা ক্যাপিটালসের মধ্যকার ম্যাচে এই কীর্তি গড়েন আমির। রোমাঞ্চকর এই লড়াইয়ে ঢাকাকে মাত্র ৬ রানে হারিয়ে জয় পায় সিলেট।
ম্যাচে সিলেটের হয়ে বোলিং ইনিংসের গোড়াপত্তন করেন মোহাম্মদ আমির। নিজের প্রথম ওভারেই তিনি ঢাকার দুই ওপেনার সাইফ হাসান ও জোবায়েদ আকবারিকে কোনো রান নেওয়ার সুযোগ দেননি। এই মেইডেন ওভারটি ছিল আমিরের টি-টোয়েন্টি ক্যারিয়ারের ২৮তম মেইডেন।
এই সাফল্যের মাধ্যমে তিনি সাকিব আল হাসানকে ছাড়িয়ে গেছেন। সাকিবের ঝুলিতে রয়েছে ২৭টি মেইডেন ওভার। বর্তমানে এই সংক্ষিপ্ত ফরম্যাটে সর্বাধিক মেইডেন করা বোলারের তালিকায় সাকিবের অবস্থান তৃতীয়।
তালিকার শীর্ষে রয়েছেন ক্যারিবীয় স্পিনার সুনীল নারিন। টি-টোয়েন্টিতে ৩৩টি মেইডেন ওভার নিয়ে সবার ওপরে নিজের আধিপত্য বজায় রেখেছেন তিনি। আমিরের সামনে এখন কেবল নারিনের রেকর্ডটিই অবশিষ্ট।
মূলত আমিরের এই মেইডেন ওভার এবং নিয়ন্ত্রিত বোলিং সিলেটের জয়ে বড় ভূমিকা রাখে। আমিরের কিপটে বোলিংয়ের চাপে পড়ে রান তুলতে হিমশিম খায় ঢাকা ক্যাপিটালস, যার ফলশ্রুতিতে ৬ রানের জয় পায় সিলেট টাইটান্স।
মানবকন্ঠ/আরআই




Comments