Image description

ভয়াবহ আগুনের কবলে নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামের ঐতিহাসিক ভন্দেলপার্ক চার্চ। নতুন বছর উদযাপনে জ্বালানো আতশবাজির আগুনে পুড়ে গেছে প্রায় ১৫০ বছরের পুরোনো গীর্জাটির বিশাল অংশ। 

বৃহস্পতিবার (০১ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম টেলিগ্রাফ। এ ঘটনায় কোনোরকম হতাহতের খবর পাওয়া যায়নি। 

ঘটনাস্থলে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই গীর্জাটির প্রায় পুরো অবকাঠামোয় ছড়িয়ে যায় আগুন। ভেঙ্গে পড়ে ভবনটির ঐতিহাসিক চূড়াটি। ধসে যায় ছাদের বিশাল একাংশ। 

আগুনের তীব্রতা অতিরিক্ত বেড়ে যাওয়ায় এলাকাটিতে জরুরি অবস্থা জারি করে প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণ চেষ্টার পাশাপাশি আশপাশের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়।

এর আগে, আতশবাজির আগুনে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় পার্শ্ববর্তী হিলেগম ও গ্রোনিনগেন শহর। এসব ঘটনার জেরে চলতি বছর থেকে দেশটিতে আতশবাজি নিষিদ্ধের আইন জারির কথা জানিয়েছে কর্তৃপক্ষ।