বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে ঢাকা ক্যাপিটালসকে পাত্তাই দিলো না চট্টগ্রাম রয়্যালস। দুই ওপেনার অ্যাডাম রশিংটন ও মোহাম্মদ নাঈম শেখের বিধ্বংসী জোড়া হাফ-সেঞ্চুরিতে ঢাকাকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে সাগরপাড়ের দলটি।
শুক্রবার (২ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ঢাকাকে প্রথমে ব্যাটিংয়ে পাঠান চট্টগ্রামের অধিনায়ক শেখ মেহেদী হাসান। চট্টগ্রামের বোলারদের তোপে পড়ে ইনিংসের শেষ বলে ১২২ রানেই অলআউট হয়ে যায় ঢাকা ক্যাপিটালস। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১২.৪ ওভারে কোনো উইকেট না হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় চট্টগ্রাম।
১২৩ রানের মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন চট্টগ্রামের দুই ওপেনার। ঢাকার বোলারদের কোনো সুযোগই দেননি তারা। মাত্র ৩৬ বলে ৯টি চার ও ২টি ছক্কায় ৬০ রান করে অপরাজিত থাকেন অ্যাডাম রশিংটন। অন্যদিকে ৪০ বলে ৭টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৫৬ রান করে মাঠ ছাড়েন নাঈম শেখ। ৪৪ বল হাতে রেখেই ১০ উইকেটের বিশাল জয় নিশ্চিত করে চট্টগ্রাম।
এর আগে ব্যাটিং করতে নেমে ইনিংসের শুরুতেই চাপে পড়ে ঢাকা। দলীয় ১০ রানের মাথায় সাজঘরে ফেরেন দুই ওপেনার সাইফ হাসান (১) ও জুবাইদ আকবরী (২)। মিডল অর্ডারে উসমান খান ২১ রান করলেও অন্য ব্যাটাররা ছিলেন আসা-যাওয়ার মিছিলে। মোহাম্মদ মিঠুন ৮, শামীম হোসেন ৪ এবং সাব্বির ও ইমাদ ওয়াসিম ৯ রান করে আউট হন।
এক পর্যায়ে ১০০ রানের নিচে অলআউট হওয়ার শঙ্কায় পড়ে ঢাকা। তবে অষ্টম উইকেট জুটিতে মোহাম্মদ সাইফউদ্দিন ও নাসির হোসেনের ৪৮ রানের লড়াইয়ে সম্মানজনক সংগ্রহ পায় দলটি। সাইফউদ্দিন দলের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেন এবং নাসিরের ব্যাট থেকে আসে ১৭ রান।
চট্টগ্রামের বোলারদের মধ্যে সবচেয়ে কৃপণ ও সফল ছিলেন তানভীর ইসলাম। ৪ ওভার বল করে মাত্র ৮ রান দিয়ে তিনি শিকার করেন ৩টি উইকেট। এছাড়া শরিফুল ইসলাম ১৮ রান খরচায় নেন ৩টি উইকেট। অধিনায়ক শেখ মেহেদী হাসান ২টি এবং আমির জামাল একটি উইকেট দখল করেন।
এই বড় জয়ের ফলে বিপিএলের পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান আরও শক্ত করল চট্টগ্রাম রয়্যালস। অন্যদিকে ব্যাটিং ও বোলিং—উভয় বিভাগেই ব্যর্থতার পরিচয় দিল ঢাকা ক্যাপিটালস।
মানবকন্ঠ/আরআই




Comments