Image description

আজ ৮ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার। ইতিহাসের চাকা পেছনে ঘোরালে দেখা যায়, বছরের পর বছর ধরে এই দিনে ঘটে গেছে নানা গুরুত্বপূর্ণ ঘটনা, জন্ম ও মৃত্যু হয়েছে বহু বিশিষ্ট ব্যক্তির। চলুন দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাবলি:

ঘটনাবলি

  • ১৬৫৪: ইউক্রেন আনুষ্ঠানিকভাবে রাশিয়ার সঙ্গে যোগ দেয়।

  • ১৬৭৯: ফরাসি নাবিক ও পর্যটক সিয়্যর দ্য লা সাল প্রথম ইউরোপীয় হিসেবে নায়াগ্রা জলপ্রপাতে পৌঁছান।

  • ১৭৮০: ইরানের তেবরিজ শহরে শক্তিশালী (৭.৭ মাত্রা) ভূমিকম্পে প্রায় ৮০ হাজার মানুষের প্রাণহানি ঘটে।

  • ১৮০৬: ব্রিটেন দক্ষিণ আফ্রিকার ওলন্দাজ উপনিবেশ 'উত্তমাশা অন্তরিপ' (Cape of Good Hope) দখল করে নেয়।

  • ১৮৬৭: আফ্রিকান আমেরিকানরা মার্কিন যুক্তরাষ্ট্রে ভোটাধিকার লাভ করে।

  • ১৯১৬: প্রথম বিশ্বযুদ্ধে তুরস্কের বিরুদ্ধে মিত্রবাহিনীর ব্যর্থ 'গ্যালিওপোলি অভিযান' সমাপ্ত হয়।

  • ১৯১৮: মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন মার্কিন কংগ্রেসে ঐতিহাসিক ‘চৌদ্দ দফা’ (Fourteen Points) ভাষণ দেন, যা প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী বিশ্বশান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখে।

  • ১৯২৬: আবদুল আজিজ ইবনে সাউদ ‘হেজাজ’-এর নতুন রাজা হিসেবে ঘোষিত হন। পরবর্তীকালে ১৯৩২ সালে এটি ‘সৌদি আরব’ নামে পরিচিতি পায়।

  • ১৯৪০: দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ব্রিটেনে চিনি, মাখন ও বেকনের রেশন ব্যবস্থা চালু হয়।

  • ১৯৫৯: জেনারেল চার্লস দ্য গল ফ্রান্সের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

  • ১৯৬৩: লিওনার্দো দ্য ভিঞ্চির জগদ্বিখ্যাত চিত্রকর্ম ‘মোনালিসা’ প্রথমবারের মতো আমেরিকার ন্যাশনাল গ্যালারি অব আর্টে প্রদর্শিত হয়।

  • ১৯৭২: পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লন্ডনের উদ্দেশ্যে রওনা হন এবং সেখানে পৌঁছে নতুন স্বাধীন দেশের স্বীকৃতির জন্য বিশ্ববাসীর প্রতি আবেদন জানান।

  • ১৯৭৩: সোভিয়েত ইউনিয়নের মহাশূন্যযান ‘লুনা-২১’ চাঁদের উদ্দেশ্যে উৎক্ষেপিত হয়।

  • ১৯৭৭: মস্কোতে স্বাধীনতা আন্দোলনের সঙ্গে জড়িত এক দল বিচ্ছিন্নতাবাদী তিনটি স্থানে বোমা হামলা চালায়, এতে ৭ জন নিহত হন।

  • ১৯৭৮: ইরানের পবিত্র নগরী কোমে তৎকালীন শাসক রেজা শাহ পাহলভির বিরুদ্ধে বড় ধরনের বিক্ষোভ শুরু হয়।

  • ১৯৯৩: সার্বীয় বন্দুকধারীদের গুলিতে বসনিয়ার উপ-প্রধানমন্ত্রী হকিয়া তুরাজলিচ নিহত হন।

  • ১৯৯৬: জায়ারে (বর্তমান কঙ্গো প্রজাতন্ত্র) একটি মালবাহী বিমান বিধ্বস্ত হয়ে প্রায় ১০০০ মানুষ নিহত হন।

জন্ম

  • ১৯০৯: আশাপূর্ণা দেবী, প্রখ্যাত ভারতীয় বাঙালি ঔপন্যাসিক ও ছোটগল্পকার।

  • ১৯৩৫: সুপ্রিয়া দেবী, কিংবদন্তি ভারতীয় বাঙালি অভিনেত্রী।

  • ১৯৩৫: এলভিস প্রেসলি, 'রক অ্যান্ড রোলের রাজা' হিসেবে খ্যাত কিংবদন্তি মার্কিন সংগীতশিল্পী।

  • ১৯৪২: স্টিফেন হকিং, বিশ্ববিখ্যাত ইংরেজ পদার্থবিদ ও মহাবিশ্বতত্ত্ববিদ।

  • ১৯৪২: জুনিচিরো কোইজুমি, জাপানের সাবেক প্রধানমন্ত্রী।

  • ১৯৪৫: টেলিসামাদ, প্রখ্যাত বাংলাদেশি চলচ্চিত্র ও কৌতুক অভিনেতা।

  • ১৯৮৭: সিনথিয়া আরিভো, ব্রিটিশ অভিনেত্রী ও গায়িকা।

মৃত্যু

  • ১৩২৪: মার্কো পোলো, বিখ্যাত ভেনিসীয় পর্যটক ও বণিক।

  • ১৮৫৮: রসিককৃষ্ণ মল্লিক, ইয়ং বেঙ্গল আন্দোলনের অন্যতম নেতা ও সাংবাদিক।

  • ১৮৮৪: কেশবচন্দ্র সেন, বিশিষ্ট বাঙালি ব্রাহ্মনেতা ও সমাজ সংস্কারক।

  • ১৯৩৪: আন্দ্রে বেলি, প্রখ্যাত রুশ সাহিত্যিক ও তাত্ত্বিক।

  • ১৯৪১: স্বামী প্রণবানন্দ মহারাজ, ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা।

  • ১৯৫০: জোসেফ শুম্পটার, প্রভাবশালী অস্ট্রিয়ান অর্থনীতিবিদ ও রাষ্ট্রবিজ্ঞানী।

  • ১৯৬৬: বিমল রায়, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাঙালি চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক।

  • ১৯৭২: কৃষ্ণদয়াল বসু, প্রখ্যাত বাঙালি শিশুসাহিত্যিক।

  • ১৯৮৩: সত্যরঞ্জন বকসি, প্রখ্যাত স্বাধীনতা সংগ্রামী ও নেতাজী সুভাষচন্দ্র বসুর সহযোদ্ধা।

  • ১৯৯২: জাফর ইকবাল, জনপ্রিয় বাংলাদেশি অভিনেতা।

  • ২০১৩: নির্মল সেন, বাংলাদেশের প্রখ্যাত সাংবাদিক ও রাজনীতিবিদ।