দীর্ঘদিন ধরেই বায়ুদূষণের কবলে ধুঁকছে বাংলাদেশের রাজধানী ঢাকা। সাধারণত শীতকাল এলে এই শহরের দূষণ মাত্রাতিরিক্ত বেড়ে যায়। তবে এবার পূর্ণাঙ্গ শীত শুরুর আগেই ঢাকার বাতাসের মান উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ১৭৩ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় নবম অবস্থানে রয়েছে ঢাকা। বাতাসের এই মান ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।
একই সময়ে ২২২ স্কোর নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে ভারতের কলকাতা। সেখানকার বায়ুমান ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ভারতের রাজধানী দিল্লিও রয়েছে উচ্চ ঝুঁকির মধ্যে; ১৭৯ স্কোর নিয়ে শহরটি তালিকার সপ্তম অবস্থানে আছে।
তালিকায় ২২১ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে মিশরের কায়রো, যার বাতাসও ‘খুব অস্বাস্থ্যকর’। এছাড়া পাকিস্তানের করাচি ১৯৭ স্কোর নিয়ে তৃতীয়, উগান্ডার কামপালা ১৯৬ স্কোর নিয়ে চতুর্থ এবং কাতারের দোহা ১৮৬ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে।
বায়ুমান বিশেষজ্ঞরা জানান, একিউআই স্কোর ০ থেকে ৫০ হলে বাতাস ‘ভালো’। ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি’ এবং ১০১ থেকে ১৫০ হলে তা ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়।
স্কোর ১৫১ থেকে ২০০ এর মধ্যে থাকলে বায়ুমান সবার জন্যই ‘অস্বাস্থ্যকর’। ২০১ থেকে ৩০০ স্কোর ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকলে তাকে ‘ঝুঁকিপূর্ণ’ বলা হয়।
বর্তমান অবস্থায় শিশু, প্রবীণ ও শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত ব্যক্তিদের ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। জরুরি প্রয়োজনে বাইরে বের হলে মাস্ক ব্যবহারের পাশাপাশি চলাফেরা সীমিত রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।




Comments