বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান এবং তার ভাই ফয়সাল খানের মধ্যকার সম্পর্কের টানাপোড়েন দীর্ঘদিনের। দীর্ঘ নীরবতা ভেঙে অবশেষে ভাইয়ের সঙ্গে এই দূরত্ব ও সম্পর্ক ছিন্ন করার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন আমির খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে অত্যন্ত আবেগপ্রবণ ভঙ্গিতে নিজের অসহায়ত্বের কথা জানান এই মহাতারকা।
এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে আমির খান বলেন, “কী আর করা যায়? এটাই হয়তো আমার নিয়তি। আপনি গোটা পৃথিবীর সাথে লড়াই করতে পারেন, কিন্তু নিজের পরিবারের সাথে কীভাবে লড়াই সম্ভব?” আমিরের এই মন্তব্যে স্পষ্ট যে, ভাইয়ের সঙ্গে এই বিচ্ছেদ তাকে মানসিকভাবে বেশ ব্যথিত করেছে।
কয়েক মাস আগে একটি পডকাস্টে ফয়সাল খান অভিযোগ করেছিলেন যে, আমির খান তাকে মুম্বাইয়ের বাড়িতে এক বছরেরও বেশি সময় ধরে বন্দি করে রেখেছিলেন। ফয়সালের দাবি ছিল, তাকে জোর করে ‘সিজোফ্রেনিয়া’ আক্রান্ত এবং মানসিক ভারসাম্যহীন প্রমাণের চেষ্টা করা হয়েছিল। এমনকি ২০ দিন জেজে হাসপাতালে তাকে বিভিন্ন পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।
ফয়সালের এমন চাঞ্চল্যকর অভিযোগের পর আমির খানের পরিবার একটি যৌথ বিবৃতি দেয়। সেখানে আমিরের প্রথম স্ত্রী রীনা দত্ত, সন্তান জুনেইদ ও ইরা খানসহ পরিবারের সদস্যরা স্বাক্ষর করেন। বিবৃতিতে বলা হয়, ফয়সালকে নিয়ে নেওয়া প্রতিটি সিদ্ধান্ত চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এবং তার ভালো থাকার কথা চিন্তা করেই নেওয়া হয়েছিল। বিষয়টিকে অত্যন্ত ব্যক্তিগত ও সংবেদনশীল হিসেবে উল্লেখ করে গণমাধ্যমকে অতিরঞ্জিত খবর প্রচার না করার অনুরোধ জানানো হয়।
পরিবারের এই বিবৃতির পর ফয়সাল খান সাফ জানিয়ে দেন, তিনি আমির খানসহ পুরো পরিবারের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করেছেন। তিনি আর পরিবারের অংশ হিসেবে পরিচয় দিতে চান না এবং আমিরের কাছ থেকে নেওয়া মাসিক আর্থিক সহায়তা বা পৈত্রিক সম্পত্তির অধিকারও ত্যাগ করার ঘোষণা দেন।
উল্লেখ্য, আমির ও ফয়সাল খান শৈশব থেকেই চলচ্চিত্রের সাথে যুক্ত। ২০০০ সালে ‘মেলা’ সিনেমায় দুই ভাইকে একসঙ্গে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল। তবে বাস্তব জীবনের এই সংঘাত এখন তাদের রূপালি পর্দার রসায়নকে ম্লান করে দিয়েছে।
মানবকণ্ঠ/আরআই




Comments