Image description

ময়মনসিংহের ভালুকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী ও জাতীয় যুবশক্তির সদস্য সচিব ডা. জাহিদুর ইসলামের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় ভালুকা প্রেসক্লাব মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়।

মতবিনিময় সভায় ডা. জাহিদুর ইসলাম তাঁর রাজনৈতিক দর্শন, দলীয় অবস্থান এবং ভালুকা উপজেলার সার্বিক উন্নয়ন নিয়ে বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, "জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা, সুশাসন প্রতিষ্ঠা এবং একটি দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলাই জাতীয় নাগরিক পার্টির প্রধান লক্ষ্য।" এ সময় তিনি গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে উল্লেখ করে বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই গণতন্ত্রের ভিত্তিকে শক্তিশালী করে।

রাষ্ট্র সংস্কারের গুরুত্ব তুলে ধরে ডা. জাহিদুর ইসলাম বলেন, সংস্কারের প্রতিটি পদক্ষেপে জনগণের সরাসরি মতামত গ্রহণ করা অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে প্রস্তাবিত সংস্কারগুলোর পক্ষে বা বিপক্ষে গণভোটের আয়োজন করে জনগণকে 'হ্যাঁ' বা 'না' বলার সুযোগ দেওয়া উচিত। সভায় তিনি গণভোটের প্রয়োজনীয়তা, এর স্বচ্ছ প্রক্রিয়া এবং দীর্ঘমেয়াদী গুরুত্ব নিয়ে বিশদ আলোচনা করেন।

পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি স্থানীয় পর্যায়ের কর্মসংস্থান তৈরি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে নিজের অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি জানান, ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে থেকে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করাই তাঁর মূল লক্ষ্য।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ভালুকা উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী আশরাফ উদ্দিন মাস্টার, যুগ্ম সমন্বয়কারী মোসতাক আহমেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ জেলা শাখার সংগঠক শেখ মুসফিক আহমেদ অপূর্ব এবং ময়মনসিংহ জেলা যুবশক্তির যুগ্ম আহ্বায়ক হ্নদয় সিকদার। এ ছাড়া অনুষ্ঠানে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মানবকণ্ঠ/ডিআর