Image description

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বাংলাদেশের ইতিহাসের এক সন্ধিক্ষণ হিসেবে অভিহিত করেছেন অন্তর্বর্তী সরকারের সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেছেন, এই নির্বাচন কেবল আগামী পাঁচ বছরের জন্য নয়, বরং দেশের আগামী ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে।

শুক্রবার (৯ জানুয়ারি) সকালে দিনাজপুরের গোর-এ-শহীদ ময়দানে নির্বাচনী কাজের জন্য নিয়োজিত যানবাহন পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, "এবারের নির্বাচনে একই সাথে একটি গণভোট অনুষ্ঠিত হচ্ছে। এই গণভোটে চারটি গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাব একটি প্যাকেজ হিসেবে দেওয়া হয়েছে। আপনি যদি দেশে সংসদীয় গণতন্ত্র, ক্ষমতার ভারসাম্য, গুম-খুন বন্ধ এবং ন্যায়বিচার নিশ্চিত করতে চান, তবে আপনাকে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। এই সংস্কারের জন্যই জুলাই অভ্যুত্থানে ১৪০০ মানুষ প্রাণ দিয়েছে এবং ৩০ হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেছে।"

নির্বাচনে অন্তর্বর্তী সরকারের অবস্থান পরিষ্কার করে তিনি বলেন, "আগের নির্বাচনগুলো রাজনৈতিক দলের অধীনে হলেও এবারের নির্বাচন হচ্ছে একটি নিরপেক্ষ অন্তর্বর্তী সরকারের অধীনে। আমাদের কোনো দল নেই, আমরা সবার সরকার। আমরা কারও পক্ষে বা বিপক্ষে অবস্থান নেব না। ১২ ফেব্রুয়ারি জনগণের ক্ষমতা প্রয়োগের দিন। আপনারা যে দল, ধর্ম বা বর্ণের প্রার্থীকেই যোগ্য মনে করবেন, তাকেই নির্বাচিত করবেন। আমরা কেবল একটি স্বচ্ছ ও সুন্দর ভোট নিশ্চিত করতে চাই।"

ভোটারদের নিরাপত্তা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, "দিনাজপুরে অনেক সংখ্যালঘু ও আদিবাসী ভোটার রয়েছেন। তারা যেন কোনো ভয়ভীতি ছাড়া নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেজন্য জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।"

তিনি আরও যোগ করেন, "মানুষ ভোট দিতে পারেনি বলেই জুলাই অভ্যুত্থান হয়েছে। শহীদদের রক্তের ঋণ শোধ করতে এবং বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে এই নির্বাচনে জনগণের সক্রিয় অংশগ্রহণ জরুরি।"

পরিদর্শনকালে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মানবকণ্ঠ/আরআই