Image description

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, দ্বিপাক্ষিক এই বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া আঞ্চলিক পরিস্থিতি এবং বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ক উন্নয়নের বিষয়েও উভয় পক্ষ অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন।

বৈঠকটি মূলত নিয়মিত কূটনৈতিক শিষ্টাচারের অংশ হিসেবে অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিএনপি এবং পাকিস্তান হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা মনে করছেন, এই আলোচনার মাধ্যমে দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক বোঝাপড়া আরও দৃঢ় হতে পারে।

মানবকণ্ঠ/আরআই