Image description

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে কঠোর নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন নির্দেশনা অনুযায়ী, কোনো ভোটকেন্দ্রে ব্যালট বাক্স নষ্ট, হারিয়ে যাওয়া বা জোরপূর্বক সরিয়ে ফেলার মতো ঘটনা ঘটলে সংশ্লিষ্ট কেন্দ্রে তাৎক্ষণিকভাবে ভোটগ্রহণ বন্ধ করে দেওয়া হবে।

পরিপত্রের গুরুত্বপূর্ণ নির্দেশনাসমূহ:

১. ভোটের সময়সূচী: আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।

২. ভোট বন্ধের ক্ষমতা: ভোট চলাকালে প্রিজাইডিং অফিসারের নিয়ন্ত্রণের বাইরে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হলে বা ব্যালট বাক্স ক্ষতিগ্রস্ত হলে তিনি ভোটগ্রহণ বন্ধ করতে পারবেন। বন্ধ হওয়া কেন্দ্রের ভোট প্রাথমিক গণনায় অন্তর্ভুক্ত হবে না।

৩. পুনঃভোটগ্রহণ: কোনো কেন্দ্রে ভোট বন্ধ হলে নির্বাচন কমিশনের অনুমোদন সাপেক্ষে নতুন তারিখে পুনরায় ভোট নেওয়া হবে। যদি ওই কেন্দ্রের ফলাফল ছাড়া পুরো নির্বাচনি এলাকার চূড়ান্ত ফল নির্ধারণ অসম্ভব হয়, তবে কমিশন অবশ্যই নতুন করে ভোটের নির্দেশ দেবে।

৪. সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণ: বলপ্রয়োগ, ভীতি প্রদর্শন বা কোনো দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে যদি সুষ্ঠু নির্বাচন সম্ভব না হয়, তবে ইসি যেকোনো পর্যায়ে সম্পূর্ণ নির্বাচনি কার্যক্রম স্থগিত বা বন্ধ করার ক্ষমতা রাখে।

রিটার্নিং অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে তারা এই নিয়মগুলো স্থানীয়ভাবে গণবিজ্ঞপ্তির মাধ্যমে প্রচার করেন। অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতেই কমিশন এই কঠোর অবস্থান গ্রহণ করেছে।