Image description

ডা. তাসনিম জারা জানিয়েছেন, দেশের বিদ্যমান রাজনৈতিক কাঠামোর দুর্বল জবাবদিহিতা এবং সংস্কারের ঘাটতি থেকেই তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) নাগরিক প্ল্যাটফর্মের আয়োজিত এক সংলাপে তিনি বলেন, “দেশের বিদ্যমান ব্যবস্থায় জবাবদিহিতার কাঠামো অত্যন্ত দুর্বল।

সব জায়গায় জটিলতা। যে যার জবাবদিহি করবে, সেই তার নিয়োগকর্তা।” তিনি আরও যোগ করেন, দীর্ঘদিন ধরে যে সংস্কারের কথা বলা হচ্ছে, তা নিয়ে আলোচনা চলমান রাখা জরুরি এবং ক্ষমতায় থাকা ব্যক্তিদের জবাবদিহিতাও নিশ্চিত করতে হবে।

জারা বলেন, জনগণ পরিবর্তন চায় এবং তারা পুরোনো রাজনৈতিক বন্দোবস্ত আর গ্রহণ করতে প্রস্তুত নয়। এই পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকেই তিনি দল থেকে সরে এসে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৯ আসনে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

আগে তিনি এনসিপির হয়ে ঢাকা-৯ আসনে লড়ার কথা ছিল। কিন্তু গত ২৭ ডিসেম্বর নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তাসনিম জারা জানান, তিনি আসন্ন সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেবেন।

মানবকণ্ঠ/আরআই