Image description

বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে এখন ফিফা বিশ্বকাপ ট্রফি ঢাকায়। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকাল দশটার দিকে বাংলাদেশের মাটিতে এসে পৌঁছায় সোনালি ট্রফিটি। এ সফরে ফিফার প্রতিনিধি হয়ে এসেছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপ জয়ী দলের মিডফিল্ডার গিলবার্তো সিলভা। 

ঢাকার শাহজালাল বিমানবন্দরে কিছু আনুষ্ঠানিকতার পর হোটেল রেডিসনে আসবে এই ট্রফি। সেখানে ফুটবল ফেডারেশন ও ফুটবল সংশ্লিষ্ট ব্যক্তিরা ছবি তোলার সুযোগ পাবেন।

গত ৩ জানুয়ারি থেকে শুরু ফিফা বিশ্বকাপ ট্রফির ঘোরাঘুরি। আগামাী বিশ্বকাপ সামনে রেখে এবার সৌদি আরব দিয়ে বিশ্বভ্রমণের সূচনা হয় এই ট্রফির।

৩০টি ফিফা সদস্য দেশের ৭৫টি গন্তব্যে ভ্রমণ করবে ফিফা বিশ্বকাপ ট্রফি। পুরো সফর চলবে ১৫০ দিনেরও বেশি সময় ধরে।

বাংলাদেশে আজ দুপুর দুইটার পর নির্বাচিত দর্শকদের জন্য ট্রফি নিয়ে সেশনের ব্যবস্থা আছে। তবে সাধারণ দর্শকদের দেখার তেমন সুযোগ থাকছে না।