বিদেশে পালিয়ে থেকে যারা নির্বাচন বানচালের হুমকি দিচ্ছেন, তাদের উদ্দেশে কড়া বার্তা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, “সাহস থাকলে দেশে এসে কথা বলুক। বিদেশে পালিয়ে বসে কথা বললে এর কোনো ভ্যালু নেই।” বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে চট্টগ্রামের সাতকানিয়ার বায়তুল ইজ্জতে বিজিবি ট্রেনিং সেন্টারে সমাপনী কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “যারা বিদেশে পালিয়ে আছে, তারা অনেক কিছুই বলতে পারে। সাহস থাকলে তারা দেশে ফিরে আইনের আশ্রয় নিক।”
বাংলাদেশ–মিয়ানমার সীমান্ত পরিস্থিতি প্রসঙ্গে তিনি জানান, সীমান্তের একটি অংশ বর্তমানে আরাকান আর্মির নিয়ন্ত্রণে, যা উদ্বেগের কারণ। এ বিষয়ে মিয়ানমার সরকারের সঙ্গে যোগাযোগ রয়েছে এবং সীমান্তে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে প্রতিবাদ জানানো হয়। তিনি জানান, সম্প্রতি মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেলের আঘাতে বাংলাদেশের এক শিশু আহত হয়েছে এবং তাকে ঢাকায় চিকিৎসা দেওয়া হচ্ছে। ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
এর আগে সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিত করতে বিজিবি সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। নির্বাচনের সময় দেশের ৬১ জেলায় বিজিবির ৩৭ হাজার সদস্য মোতায়েন থাকবে।
তিনি আরও জানান, এবার বিজিবির ইতিহাসে এক ব্যাচে সর্বোচ্চ ৩ হাজার ২৩ জন নবীন সৈনিক বাহিনীতে যোগ দিয়েছেন, যার মধ্যে ২ হাজার ৯৫০ জন পুরুষ এবং ৭৩ জন নারী।
মানবকণ্ঠ/আরআই




Comments