Image description

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলাম পদত্যাগ না করলে বিপিএল বর্জনের হুমকি দিয়েছেন ক্রিকেটাররা। বুধবার ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) এক সংবাদ সম্মেলন করে এই হুমকি দিয়েছে।

নাজমুল ইসলামকে বৃহস্পতিবারের (১৫ জানুয়ারি) মধ্যে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছে ক্রিকেটাররা। বিপিএলের ম্যাচ শুরুর আগে দুপুর একটার মধ্যে তিনি সরে না দাঁড়ালে সব ধরনের খেলা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কোয়াব। সংগঠনের সভাপতি মোহাম্মদ মিঠুন জুমে সংবাদ সম্মেলনে জানান, ক্রিকেটারদের নিয়ে নাজমুলের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদেই তারা এই কঠোর সিদ্ধান্ত নিয়েছেন।