বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যের জবাবে বিপিএলের মাঝখানে ক্রিকেটাররা বয়কট ঘোষণা করলে সরাসরি মন্তব্য করেছেন ক্রিকেট অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে সংবাদ সম্মেলনে মিরাজ বলেন, “আমরা সরকার থেকে কোনো টাকা পাই না, বরং আমাদের আয় থেকে ২৫ শতাংশ কর দিয়ে থাকি। জনগণ মনে করে আমরা তাদের টাকায় বেতন পাই, কিন্তু আসলে আমাদের আয় আসে আইসিসি রেভিনিউ এবং স্পন্সর থেকে। আমরা খেলি বলেই এই আয়গুলো হয়।”
তিনি আরও বলেন, “যখন খারাপ খেলে দর্শকরা বলে আমরা তাদের টাকায় খেলছি কিন্তু ফল আসছে না। এটা ভুল ধারণা, তাই জনগণের জানা প্রয়োজন।”
এর আগে ১৪ জানুয়ারি রাতে নাজমুল ইসলাম বলেন, “বিশ্বকাপে পারফরম্যান্স না করলে বেতন কাটা হয় না, তাহলে ক্ষতিপূরণ দেওয়ার যুক্তি কী? আমরা তাদের জন্য কোটি কোটি টাকা খরচ করি, তারা কিছুই করতে পারছে না। আজ পর্যন্ত কোনো বৈশ্বিক কাপ আনতে পারিনি।” এই মন্তব্যের পর ক্রিকেটারদের মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি হয়।
কোয়াব একাধিকবার নাজমুলের পদত্যাগ দাবি করেছে এবং বিপিএল বয়কটের ঘোষণাও আসে। বিসিবি পরে নাজমুলকে ৪৮ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেয়। তবে এখনও তিনি পদত্যাগ করেননি, ফলে ক্রিকেটারদের অবস্থান কঠোরভাবে বজায় রয়েছে।
বর্তমানে বিসিবি শাস্তিমূলক ব্যবস্থার পথে এগোচ্ছে এবং নাজমুলের ভবিষ্যৎ নিয়েই ক্রিকেটাঙ্গনের নজর রয়েছে।
মানবকণ্ঠ/আরআই




Comments