বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আজকের ম্যাচ শুরুর আগে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগ দাবি করলেও তা মানা হয়নি। এর প্রেক্ষিতে ক্রিকেটারদের সংগঠন কোয়াবের অবস্থান পরিবর্তিত হয়নি; তারা অনড় অবস্থানে থেকে জানিয়েছেন, দাবি পূরণ না হলে তারা বিপিএলে খেলবেন না।
বৃস্পতিবার ১৫ জানুয়ারি রাজধানীর বনানীর শেরাটন হোটেলে সংবাদ সম্মেলন করে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, মুমিনুল হক, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদসহ জাতীয় দলের একাধিক ক্রিকেটার নিজেদের অবস্থান পরিষ্কার করেন। তারা জানান, খেলার জন্য তারা প্রস্তুত, তবে শর্ত হলো—এম নাজমুল ইসলামকে পদত্যাগ করতে হবে।
সংবাদ সম্মেলনে ঢাকা প্রথম বিভাগ ক্রিকেটের চলমান সংকট, নারী ক্রিকেটারদের যৌন হয়রানি ও সুযোগ-সুবিধার অভাব, এবং নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্য তুলে ধরা হয়।
ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেন, “বোর্ড আমাদের অভিভাবক। তারা এমন মন্তব্য করলে আমাদের জন্য দুঃখজনক। আমাদের আয় আসে আইসিসি ও স্পন্সর থেকে, সরকার থেকে নয়। আমরা যে আয় করি, তার ২৫–৩০ শতাংশ করও সরকারকে দেই। মাঠে খেলা হচ্ছে বলেই বোর্ড ভালো অবস্থানে আছে। খেলাই না হলে স্পন্সর ও আইসিসির লভ্যাংশও আসবে না।”
তিনি আরও বলেন, “নাজমুলের মন্তব্য শুধু ব্যক্তিগত নয়, এটি ক্রীড়াঙ্গনের জন্য লজ্জাজনক। দায়িত্বে থেকে এমন মন্তব্য করা উচিত নয়।”
বিসিবি সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এম নাজমুলকে ৪৮ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তবে ক্রিকেটাররা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, শোকজ নোটিশ তাদের দাবির বিকল্প নয়।
ফলে এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্য এবং পদত্যাগ না করার কারণে বিপিএলের ঢাকা পর্ব শুরু হয়নি, নোয়াখালী এক্সপ্রেস–চট্টগ্রাম রয়্যালস ম্যাচ মাঠে গড়ায়নি। ক্রিকেটাররা দাবি পূরণ না হওয়া পর্যন্ত মাঠে নামবেন না, এমন কঠোর বার্তাই আজ স্পষ্ট হয়েছে।
মানবকণ্ঠ/আরআই




Comments