তিন ম্যাচ হাতে রেখেই প্লে অফ নিশ্চিত। তবুও যেন থামার নাম গন্ধ নেই চট্টগ্রাম রয়েলসের। এবার তারা হানা দিল নোয়াখালী এক্সপ্রেসের ওপর। বল হাতে দাপট দেখিয়ে ৩.৫ ওভারে এক মেইডেনসহ মাত্র ৯ রান দিয়ে ৫ উইকেট নেন শরিফুল, এটি তার টি-টোয়েন্টিতে প্রথমবার ফাইফার।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিপিএলে ঢাকা পর্বে প্রথম দিনের প্রথম ম্যাচে আগে ব্যাট করতে নেমে ১৮.৫ ওভারে মাত্র ১২৬ রানে অলআউট হয়ে যায় নোয়াখালী এক্সপ্রেস। এদিন চট্টগ্রামের জয় নিশ্চিত করেছে আসিফ ও মাহেদীর দায়িত্বশীল ব্যাটিং।
নোয়াখালী এক্সপ্রেসকে ৫ উইকেটে হারিয়ে চট্টগ্রাম রয়্যালস টেবিলের শীর্ষস্থান ধরে রাখল। দলের শক্তিশালী ব্যাটিং পারফরম্যান্স এবং পরিকল্পিত ইনিংস খেলায় জয় নিশ্চিত হয়েছে।
এই জয়ে চট্টগ্রামের প্লেয়ারদের মনোবল বেড়েছে এবং তারা পরবর্তী ম্যাচগুলোতে আরও শক্তিশালী দফায় খেলতে প্রস্তুত।
মানবকণ্ঠ/আরআই




Comments