প্রথমবারের মতো ঢাবির এস এম হলে নবাব স্যার সলিমুল্লাহ’র জন্য কোরআন খতম ও দোয়া
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম (এস এম) হলে যথাযোগ্য মর্যাদায় নবাব স্যার খাজা সলিমুল্লাহ’র ১১১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (১৬ জানুয়ারি) মাগরিবের নামাজের পর হলের মসজিদে প্রথমবারের মতো বৃহৎ পরিসরে কোরআন খতম ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে সকালে সলিমুল্লাহ মুসলিম হল শাখা ডাকসু নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা পুরান ঢাকার বেগমবাজারস্থ নবাব স্যার সলিমুল্লাহ’র কবরে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করেন। সেখানে তাঁর আত্মার মাগফিরাত কামনায় ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়।
সন্ধ্যায় হল মসজিদে আয়োজিত ধর্মীয় অনুষ্ঠানে নবাব স্যার সলিমুল্লাহ’র রুহের মাগফিরাত কামনা করে কোরআন খতম করা হয়। এরপর অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া ও মোনাজাত। মাহফিল পরিচালনা করেন হাফেজ মাহমুদুল হাসান রায়হান। মোনাজাতে নবাবের অবদানের কথা স্মরণ করার পাশাপাশি দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।
অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধান ও নেতৃত্বে ছিলেন সলিমুল্লাহ মুসলিম হল শাখা ডাকসুর সাহিত্য সম্পাদক মোঃ আল মামুন এবং সংস্কৃতি সম্পাদক মোঃ তারেক। এতে হল শাখা ডাকসুর অন্যান্য নেতৃবৃন্দ এবং হলের বিপুল সংখ্যক সাধারণ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
আয়োজকরা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অন্যতম স্বপ্নদ্রষ্টা নবাব স্যার সলিমুল্লাহ’র অবদানকে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে স্মরণীয় করে রাখতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে প্রতি বছর এই ধারা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা।
মানবকণ্ঠ/ডিআর




Comments