Image description

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল চলতি সপ্তাহের শেষ দিকে প্রকাশিত হতে পারে। ফলাফল প্রস্তুতের কাজ এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে।

শনিবার (১৭ জানুয়ারি) ইউনিটটির ভর্তি পরীক্ষার কো-অর্ডিনেটর ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান মানবকণ্ঠকে জানান, ফলাফল প্রক্রিয়াকরণের কাজ প্রায় শেষ।

তিনি বলেন, “আগামী দুই-তিন দিনের মধ্যে ফলাফল অনলাইন ভর্তি কমিটির কাছে হস্তান্তর করা হবে। কারিগরি সব প্রক্রিয়া ঠিক থাকলে চলতি সপ্তাহের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা সম্ভব হবে।”

অনলাইন ভর্তি কমিটির একজন দায়িত্বশীল শিক্ষক জানান, ডিন অফিস থেকে ডাটা পাওয়ার পর তা সিস্টেমে আপলোড করে ফল প্রকাশের উপযোগী করতে প্রায় ৪৮ ঘণ্টা সময় প্রয়োজন হয়। সব ঠিকঠাক থাকলে শিক্ষার্থীরা সপ্তাহের শেষ নাগাদ তাদের কাঙ্ক্ষিত ফলাফল জানতে পারবেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার এক মাসের মধ্যেই ফল প্রকাশের পরিকল্পনা ছিল কর্তৃপক্ষের। তবে সম্প্রতি কিছু জাতীয় ইস্যু ও প্রশাসনিক ব্যস্ততার কারণে নির্ধারিত সময়ের চেয়ে ফল প্রকাশে কিছুটা বিলম্ব হয়েছে।

উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর রাজধানী ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরের পাবলিক বিশ্ববিদ্যালয় কেন্দ্রে একযোগে এই ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। চলতি বছর ২ হাজার ৯৩৪টি আসনের বিপরীতে ১ লাখ ৭ হাজার ৭০১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন। সেই হিসেবে প্রতি আসনের বিপরীতে লড়াই করেছেন প্রায় ৩৭ জন পরীক্ষার্থী।

ঢাকার বাইরে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সিলেট), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ) এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (রংপুর) কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।

মানবকণ্ঠ/ডিআর