Image description

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার স্বাস্থ্য পরীক্ষা ও সার্বিক মূল্যায়নের লক্ষ্যে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সিসিইউ–২ এ চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।  

শনিবার বিকেলে নাগরিক ছাত্র ঐক্যের সদস্য সচিব তানভীর ইসলাম স্বাধীনের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।  

মেডিকেল বোর্ড জানিয়েছে, গতকাল শুক্রবার রাতে তিনি বুকে ব্যথা অনুভব করলে চিকিৎসার উদ্দেশ্যে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের জরুরি বিভাগে আসেন। প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে তাকে জরুরি বিভাগ থেকে সিসিইউ (করোনারি কেয়ার ইউনিট)-এ ভর্তি করা হয় এবং ভর্তি-পরবর্তী সময়ে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়।

আজ দুপুর ১২টায় মেডিকেল বোর্ডের পর্যবেক্ষণ শেষে কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. এম. এ. মুকিত জানান, তার শারীরিক অবস্থা আগের তুলনায় স্থিতিশীল রয়েছে। সার্বিকভাবে তার কন্ডিশন ভালো আছে। চিকিৎসার অংশ হিসেবে আরও কিছু প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হবে। তবে বর্তমান পরিস্থিতিতে বড় ধরনের কোনো আশঙ্কা নেই বলে তিনি উল্লেখ করেন এবং আশাবাদ ব্যক্ত করেন যে, অতিদ্রুত সুস্থ হয়ে উঠবেন। 

তিনি আরও জানান, সবকিছু অনুকূলে থাকলে আগামীকালের মধ্যে তাকে বাসায় নেওয়া সম্ভব হতে পারে।

গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা হলেন;
ইন্টারনাল মেডিসিন বিভাগের চেয়ারম্যান ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মোঃ আবুল কালাম আজাদ, নেফ্রোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ. এইচ. হামিদ আহমেদ, কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. এম. এ. মুকিত, কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. খোরশেদ আহমেদ, অধ্যাপক ডা. মোঃ আবু সেলিম এবং সহযোগী অধ্যাপক ডা. লোহানী মোঃ তাজুল ইসলাম।